স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
A
দার্শনিক
B
পদার্থবিদ
C
কবি
D
রসায়নবিদ
উত্তরের বিবরণ
স্টিফেন হকিং:
- স্টিফেন হকিং ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী।
- স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time.
- তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত Centre for Theoretical Cosmology এর পরিচালক ছিলেন।
- সম্মান: রয়্যাল সোসাইটির ফেলো, প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম, কপলি মেডেল
- ১৪ মার্চ ২০১৮ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 2 months ago
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
Created: 2 months ago
A
ওডোমিটার
B
ক্রনমিটার
C
ট্যাকোমিটার
D
ক্রেসকোগ্রাফ
ক্রেসকোগ্রাফ
-
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রকে ক্রেসকোগ্রাফ বলা হয়।
-
এটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু।
-
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল রয়েছে।
অন্যান্য পরিমাপ যন্ত্র
-
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র: ট্যাকোমিটার
-
মোটরগাড়ির গতি মাপার যন্ত্র: ওডোমিটার
-
সমুদ্রের দ্রাঘিমা পরিমাপের যন্ত্র: ক্রোনোমিটার
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 months ago
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
Created: 1 month ago
A
আমিষ
B
স্নেহ
C
আয়োডিন
D
লৌহ
হিমোগ্লোবিন
- হিমোগ্লোবিন এক ধরনের আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ।
- হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়।
- এর প্রধান কাজ হলো ধমনি থেকে দেহের সব স্থানে অক্সিজেন ও বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করা।
- হিমোগ্লোবিনের প্রতিটি অণুতে চারটি আয়রন পরমাণু থাকে। আর প্রতিটি আয়রন পরমাণু একটি করে অক্সিজেন গ্রহণ করে।
- রক্তে ৯৭-৯৮% অক্সিজেন পরিবাহিত হয় লোহত কণিকার অক্সিজেনের মাধ্যমে।
- একটি হিমোগ্লোবিন অণু একই সাথে ৪টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে।

- অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের রাসায়নিক বিক্রিয়া উভমুখী।
উৎস: জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. গাজী আজমল) এবং প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
Created: 2 months ago
A
৫০ হার্জ
B
২২০ হার্জ
C
২০০ হার্জ
D
১০০ হার্জ
বিদ্যুৎ
-
যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, তাকে পর্যাবৃত্ত প্রবাহ বা Alternating Current (AC) বলা হয়।
-
আমাদের দেশে বাড়িঘরে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটি প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ (Hz)।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি মূলত ৪ ধরনের ভোল্টেজ স্তরে বিদ্যুৎ সরবরাহ করে।
১. নিম্নচাপ (LT) – ২৩০/৪০০ ভোল্ট
-
এক ফেজে ২৩০ ভোল্ট এবং তিন ফেজে ৪০০ ভোল্ট এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়।
-
ফ্রিকোয়েন্সি: ৫০ হার্জ।
(এটি আমাদের বাসাবাড়ি ও ছোট ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়।)
২. মধ্যমচাপ (MT) – ১১ কেভি
-
১১ কেভি এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়।
-
ফ্রিকোয়েন্সি: ৫০ হার্জ।
(এটি সাধারণত শিল্প ও মাঝারি আকারের প্রতিষ্ঠানে ব্যবহার হয়।)
৩. উচ্চচাপ (HT) – ৩৩ কেভি
-
৩৩ কেভি এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়।
-
ফ্রিকোয়েন্সি: ৫০ হার্জ।
(এটি বড় শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় ব্যবহৃত হয়।)
৪. অতি উচ্চচাপ (EHT) – ১৩২ কেভি ও ২৩০ কেভি
-
১৩২ কেভি ও ২৩০ কেভি এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়।
-
ফ্রিকোয়েন্সি: ৫০ হার্জ।
(এ ধরনের বিদ্যুৎ বড় বিদ্যুৎকেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলে বিদ্যুৎ পৌঁছাতে ব্যবহার করা হয়।)উৎস: desco.org.b; বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago