বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
A
পলাশীর যুদ্ধে
B
সিপাহী বিদ্রোহে
C
বক্সারের যুদ্ধে
D
কর্নাটকের যুদ্ধে
উত্তরের বিবরণ
পলাশীর যুদ্ধ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা-কে কেন্দ্র করে। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথীর তীরে সংঘটিত এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ভিত্তি তৈরি করে। নবাব সিরাজউদ্দৌলা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেও অভ্যন্তরীণ ষড়যন্ত্র তার পতনের মূল কারণ হয়।
• এই যুদ্ধে ইংরেজদের নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ এবং নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর
• মীর জাফর, জগৎ শেঠ, ইয়ার লুদি ও রায় দুর্লভের বিশ্বাসঘাতকতা যুদ্ধক্ষেত্রেই নবাবকে বিচ্ছিন্ন করে
• যুদ্ধ মাত্র কয়েক ঘণ্টায় ইংরেজদের হাতে সিদ্ধান্ত হয়ে যায়
• যুদ্ধের ফলাফল হিসেবে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় এবং দেশীয় স্বাধীনতার অবসান ঘটে
0
Updated: 5 hours ago