'সিতকর' শব্দটির অর্থ কী?
A
সমুদ্র
B
চোর
C
চন্দ্র
D
সূর্য
উত্তরের বিবরণ
'সিতকর' শব্দটির অর্থ হলো চন্দ্র। এটি মূলত সংস্কৃত থেকে এসেছে, যেখানে 'সিত' মানে শীতল বা উজ্জ্বল এবং 'কর' মানে কারক বা দাতা। অর্থাৎ, 'সিতকর' শব্দটি সেই জ্যোতির্ময় বা উজ্জ্বল বস্তুকে নির্দেশ করে যা আকাশে শীতল আলো ছড়ায়।
• প্রাকৃতিক দ্যুতি: চাঁদ রাতের আকাশে শীতল ও কোমল আলো ছড়ায়, যা অন্ধকারকে কমিয়ে দেয়।
• সংস্কৃত সংযোগ: শব্দটি সংস্কৃত ভাষার গঠন অনুযায়ী, যেখানে 'সিত' = উজ্জ্বল এবং 'কর' = দাতা।
• সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা: প্রাচীন সাহিত্যে চাঁদকে সৌন্দর্য, শান্তি ও প্রশান্তির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।
• ব্যবহার: বাংলা সাহিত্য ও কবিতায় 'সিতকর' শব্দটি সাধারণত চাঁদকে রূপক বা সরাসরি নির্দেশ করতে ব্যবহৃত হয়।
এভাবে 'সিতকর' শব্দটি চাঁদের প্রশান্ত আলো ও তার সৌন্দর্যকে সূচিত করে।
0
Updated: 5 hours ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 3 months ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।
0
Updated: 3 months ago
কোনটি ইংরেজি শব্দ?
Created: 2 months ago
A
কামিজ
B
পিস্তল
C
পেরেক
D
উইল
ইংরেজি শব্দ: উইল
শ্রেণী: বিশেষ্য
অর্থ: থাবর ও অস্থাবর সম্পত্তির বণ্টনবিষয়ে যে দানপত্র দাতার মৃত্যুর পরে কার্যকর হয়; শেষ ইচ্ছাপত্র
অন্যান্য বিদেশি শব্দ:
-
পর্তুগিজ: পেরেক
-
ফরাসি: পিস্তল
-
ফারসি: কামিজ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
উৎসমূল অনুযায়ী ‘দাবা’ কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
উর্দু
B
তুর্কি
C
পর্তুগিজ
D
হিন্দি
হিন্দি শব্দ বাংলায় অনেক শব্দের উৎস। যেমন ‘দাবা’ শব্দটি হিন্দি থেকে বাংলা ভাষায় এসেছে।
0
Updated: 1 month ago