যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে?
A
অনসূয়া
B
কুমারী
C
অবীরা
D
বিধবা
উত্তরের বিবরণ
যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী। যে নারী শিশু সন্তানসহ বিধবা - বালপুত্রিকা। যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
0
Updated: 5 hours ago
‘অক্ষরি সমীপে’ এর সংক্ষেপণ হলো -
Created: 3 weeks ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
0
Updated: 3 weeks ago
'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
Created: 2 months ago
A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
যে উপকারীর উপকার করে, তাকে এক কথায় বলে-
Created: 2 weeks ago
A
কৃতজ্ঞ
B
অকৃতজ্ঞ
C
কৃতঘ্ন
D
কোনোটিই নয়
উ. ক) কৃতজ্ঞ
যে ব্যক্তি অন্যের উপকারের প্রতিদান দেয় বা উপকারের কথা মনে রাখে, তাকে বলা হয় কৃতজ্ঞ। এই শব্দটি কৃত (অর্থাৎ সম্পন্ন) এবং জ্ঞ (অর্থাৎ জানা) ধাতু থেকে গঠিত, যার আক্ষরিক অর্থ “যে উপকার জানে” বা “উপকার স্মরণ রাখে”। বাংলাভাষায় এটি এমন ব্যক্তিকে বোঝায়, যে অন্যের সহায়তা বা দয়া প্রাপ্ত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
কৃতজ্ঞ ব্যক্তির মধ্যে সাধারণত উপকারের স্বীকৃতি, বিনয় ও শ্রদ্ধা থাকে। সে শুধু মুখে ধন্যবাদ জানায় না, বরং প্রয়োজনে সেই উপকারের প্রতিদান দিতে আগ্রহী থাকে। সমাজে এমন মানুষকে সম্মানিত দৃষ্টিতে দেখা হয়, কারণ কৃতজ্ঞতা মানবিকতার অন্যতম প্রধান গুণ।
অন্যদিকে অকৃতজ্ঞ শব্দটি বোঝায় এমন ব্যক্তিকে, যে উপকার পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সে উপকারীর উপকার ভুলে যায় বা অবহেলা করে। এটি একধরনের নৈতিক দুর্বলতা হিসেবে গণ্য হয়।
আর কৃতঘ্ন শব্দটির অর্থ আরও নেতিবাচক; এটি বোঝায় এমন মানুষকে, যে শুধু উপকার ভুলেই যায় না, বরং উপকারীর অনিষ্ট কামনা করে বা ক্ষতি করে। তাই কৃতঘ্নতা সমাজে এক গুরুতর দোষ হিসেবে বিবেচিত হয়।
কৃতজ্ঞতা মানবসম্পর্কের বন্ধনকে দৃঢ় করে তোলে। একজন কৃতজ্ঞ ব্যক্তি সমাজে সহযোগিতা, দয়া ও সহমর্মিতার উদাহরণ স্থাপন করে। সে জানে যে জীবনের প্রতিটি সাফল্যের পেছনে অন্যের অবদান রয়েছে—পরিবার, শিক্ষক, বন্ধু, এমনকি সমাজেরও। তাই সে বিনয়ের সঙ্গে সেই অবদানকে স্বীকার করে নেয়।
বাংলা সাহিত্যেও কৃতজ্ঞতার বহু উদাহরণ পাওয়া যায়। কবি ও সাহিত্যিকরা কৃতজ্ঞতাকে মহৎ গুণ হিসেবে উপস্থাপন করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ শুধু নৈতিক কর্তব্য নয়, বরং এটি মানুষকে মানবিক করে তোলে। একজন কৃতজ্ঞ ব্যক্তি অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।
এই প্রেক্ষিতে “যে উপকারীর উপকার করে” তার জন্য কৃতজ্ঞ শব্দটিই সবচেয়ে উপযুক্ত। কারণ সে শুধু উপকার স্বীকার করে না, বরং সুযোগ পেলে উপকারীর প্রতি সহায়তা প্রদান করে নিজের মানবিক দায়িত্ব পালন করে।
অতএব, প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো ক) কৃতজ্ঞ।
0
Updated: 2 weeks ago