কোন শতাব্দীর সম্পদ হচ্ছে জ্ঞান?
A
বিংশ শতাব্দী
B
সপ্তদশ শতাব্দী
C
একবিংশ শতাব্দী
D
উনিশ শতাব্দী
উত্তরের বিবরণ
একবিংশ শতাব্দীতে জ্ঞানকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এ যুগে অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও বৈশ্বিক প্রতিযোগিতা সম্পূর্ণভাবে তথ্য ও দক্ষতার ওপর নির্ভরশীল। সমাজের উন্নয়ন আর আগের মতো কেবল শিল্প বা সম্পদভিত্তিক নয়; বরং যার কাছে জ্ঞান বেশি, তারই অগ্রগতি দ্রুত। এ কারণে জ্ঞানকে এই শতাব্দীর মূল শক্তি হিসেবে ধরা হয়।
• একবিংশ শতাব্দীকে তথ্যপ্রযুক্তি ও জ্ঞানভিত্তিক যুগ বলা হয়, যেখানে ডিজিটাল দক্ষতা ও নতুন উদ্ভাবন রাষ্ট্র ও ব্যক্তির উন্নয়ন নির্ধারণ করে।
• বৈশ্বিক অর্থনীতি এখন জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপ নিয়েছে; যেমন: গবেষণা, উদ্ভাবন, সফটওয়্যার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিং।
• শিক্ষার মান, দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও সৃজনশীলতাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এগুলোই আধুনিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান উপাদান।
• উন্নত দেশগুলোর বিকাশে শিল্পের চেয়ে প্রযুক্তি, উদ্ভাবন, তথ্যপ্রক্রিয়াকরণ ও সাইবার দক্ষতার ভূমিকা এখন সর্বাধিক।
• বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোও জ্ঞান-নির্ভর উন্নয়ন মডেল অনুসরণ করছে, যেখানে মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত।
0
Updated: 6 hours ago
Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?
Created: 1 month ago
A
Pubali Bank PLC
B
Dutch-Bangla Bank PLC
C
Bank Asia PLC
D
City Bank PLC
এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠান বা সংস্থা জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে। এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সুবিধা পায়।
-
বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা জারি করে।
-
২০১৪ সালের ১৭ জানুয়ারি, ব্যাংক এশিয়া পিএলসি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
-
এ কারণেই ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিত।
-
-
মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্রাজিলে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 2 months ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস
-
মুক্তিযুদ্ধকালীন অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ
-
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া
0
Updated: 2 months ago
The green plastid that contains chlorophyll is called:
Created: 1 month ago
A
Chloroplast
B
Chromoplast
C
Leukoplast
D
Etioplast
সবুজ রঙ্গক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট (Chloroplast) বলা হয়। এটি উদ্ভিদ এবং শৈবাল কণিকায় পাওয়া যায় এবং প্রধানত সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল পিগমেন্টটি সবুজ রঙ প্রদান করে এবং আলো শোষণ করে। এটি কোষের শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড, স্ট্রোমা এবং গ্রানা থাকে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়াকে কার্যকর করে। সুতরাং, উদ্ভিদ কোষের সবুজ রঙ এবং খাদ্য উৎপাদনের মূল কেন্দ্র হলো ক্লোরোপ্লাস্ট।
প্লাস্টিড সম্পর্কিত তথ্য:
-
প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
-
প্রধান কাজ: খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা।
-
প্লাস্টিড তিন ধরনের:
১. ক্লোরোপ্লাস্ট:
-
সবুজ রঙের প্লাস্টিড।
-
পাতা, কচি কান্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়।
-
গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
-
এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে।
২. ক্রোমোপ্লাস্ট:
-
রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়।
-
জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক ধারণ করে।
-
ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্রধান কাজ।
৩. লিউকোপ্লাস্ট:
-
কোনো রঞ্জক পদার্থ নেই।
-
যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না (যেমন: মূল, ভ্রূণ, জনন কোষ) সেখানে পাওয়া যায়।
-
প্রধান কাজ: খাদ্য সঞ্চয়।
-
0
Updated: 1 month ago