কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
A
ই-মেইল
B
ইন্টারকম
C
ইন্টারনেট
D
টেলিগ্রাম
উত্তরের বিবরণ
ইন্টারনেট
-
ইন্টারনেট হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান সম্ভব করে।
-
এটি পৃথিবীর সবচেয়ে বড় একটি কম্পিউটার নেটওয়ার্ক।
-
ইন্টারনেটের শুরু হয় আরপানেট নামের একটি প্রকল্প থেকে।
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণার মাধ্যমে চারটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার আরপানেট নেটওয়ার্কে যুক্ত হয়।
ইন্টারনেটের ব্যবহারসমূহ
১. দ্রুত তথ্য বা ফাইল আদান-প্রদান করা।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্সে ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে কেনাবেচা করা।
৬. ব্যক্তিগত বা দলগতভাবে বুলেটিন বোর্ড তৈরি করা।
৭. মেসেজ বা ই-মেইল আদান-প্রদান করা।
সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago
Related MCQ
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
Created: 2 months ago
A
ক্যাপাসিটর হিসেবে
B
ট্রান্সফরমার হিসেবে
C
রেজিস্টর হিসেবে
D
রেক্টিফায়ার হিসেবে
ডায়োড হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যা বিদ্যুতের প্রবাহকে একদিকে যেতে দেয়, কিন্তু উল্টো দিকে যেতে দেয় না।
এটি নানা কাজে ব্যবহৃত হয়।
সাধারণ ডায়োড ছাড়াও Light Emitting Diode (LED) নামে ছোট ছোট রঙিন আলোও আছে।
ডায়োড তৈরি হয় যখন একটি p-টাইপ অর্ধপরিবাহী এবং একটি n-টাইপ অর্ধপরিবাহী একসাথে যুক্ত হয়। একে বলা হয় p-n জাংশন ডায়োড।
ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফায়ারের কাজ হলো AC (অলটারনেটিং কারেন্ট) কে DC (ডাইরেক্ট কারেন্ট) এ পরিবর্তন করা।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago
জারণ বিক্রিয়ায় ঘটে-
Created: 2 months ago
A
ইলেক্ট্রন বর্জন
B
ইলেক্ট্রন গ্রহণ
C
ইলেক্ট্রন আদান-প্রদান
D
তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
রেডক্স বিক্রিয়া
-
জারণ-বিজারণ এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে ইলেকট্রন এক পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত হয়।
-
এই ধরনের বিক্রিয়াকে রেডক্স (Redox) বিক্রিয়া বলা হয়।
-
"Redox" শব্দটি এসেছে দুটি শব্দ থেকে—Reduction (বিজারণ) এর “Red” এবং Oxidation (জারণ) এর “Ox” অংশ মিলিয়ে। অর্থাৎ, রেডক্স মানে হলো জারণ-বিজারণ বিক্রিয়া।
-
বিজারণ প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর জারণ প্রক্রিয়ায় পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে।
-
এ ধরনের বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যা পরিবর্তিত হয়।
-
সব জারণ-বিজারণ বিক্রিয়া মূলত ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমেই সংঘটিত হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি -
Created: 4 weeks ago
A
বয়লিং
B
বেনজিন ওয়াশ
C
ফরমালিন ওয়াশ
D
কেমিক্যাল স্টেরিলাইজেশন
বয়লিং বা সেদ্ধ করার প্রক্রিয়ায় পানি সংস্পর্শে বারবার আসার কারণে ধাতুতে মরিচা ধরার সম্ভাবনা থাকে, যা এটি কম নিরাপদ পদ্ধতিতে পরিণত করে। বেনজিন ও ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর, তাই এগুলোও ভালো বিকল্প নয়। এই প্রসঙ্গে সর্বোত্তম পদ্ধতি হিসেবে কেমিক্যাল স্টেরিলাইজেশন বিবেচিত হয়।
মূল তথ্যগুলো হলো:
-
স্টেরিলাইজেশন (Sterilization) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীবাণু এবং সকল অণুজীব ধ্বংস হয়।
-
বেস্ট এন্সার হিসেবে ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন নেওয়া যায়।
-
কেমিক্যাল স্টেরিলাইজেশনে ব্যবহৃত পদার্থ নির্ধারণ করতে হয় যন্ত্রের উপাদানের প্রকারভেদ অনুযায়ী, না হলে বিপরীত প্রভাব দেখা দিতে পারে।
বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে: Guideline for Disinfection and Sterilization in Healthcare Facilities, Centers for Disease Control and Prevention, US Govt.

0
Updated: 4 weeks ago