A
পরমাণু শক্তি
B
কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
উত্তরের বিবরণ
নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি হলো এমন জ্বালানি যা ব্যবহার করার পর শেষ হয় না এবং বারবার পাওয়া বা ব্যবহার করা যায়। যেমন:
-
সৌরশক্তি (সূর্যের তাপ),
-
বায়ু শক্তি,
-
জলবিদ্যুৎ,
-
ভূ-তাপ শক্তি (জিওথার্মাল),
-
পরমাণু শক্তি,
-
বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে, অনবায়নযোগ্য জ্বালানি হলো যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং পুনরায় পাওয়া যায় না। যেমন:
-
কয়লা,
-
প্রাকৃতিক গ্যাস,
-
খনিজ তেল,
-
পারমাণবিক জ্বালানি।
সূত্র: পদার্থবিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি, এনসিটিবি।

0
Updated: 4 weeks ago
Which of the following ecosystems covers the largest area of the earth's surface?
Created: 1 week ago
A
Desert Ecosystem
B
Mountain Ecosystem
C
Freshwater Ecosystem
D
Marine Ecosystem
The Marine Ecosystem is the largest existing ecosystem on our planet.
- Covering over 71% of the Earth’s surface, it’s a source of livelihood for over 3 billion people.
- The ocean also works as the main “lung” of our planet, releasing more oxygen into the atmosphere, notably through marine plants, than all the forests in the world, and absorbing 30% of the carbon dioxide produced by humans.
উৎস: un.org

0
Updated: 1 week ago
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো] সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
জাপান
D
নেপাল
ফ্রান্সে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সৌর রিঅ্যাক্টর, যার নাম ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর), তৈরি হচ্ছে।
এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অনেক দেশ অংশ নিচ্ছে।
এর প্রধান উদ্দেশ্য হলো বড় পরিমাণে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিউশনের সক্ষমতা পরীক্ষা করা।

0
Updated: 1 month ago
সংকর ধাতু পিতলের(Brass) উপাদান-
Created: 2 weeks ago
A
তামা ও টিন
B
তামা ও দস্তা
C
তামা ও সীসা
D
তামা ও নিকেল
সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে।
• সংকর ধাতু:
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago