What was the main purpose of Sidney's An Apology for Poetry?
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
উত্তরের বিবরণ
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।
0
Updated: 5 months ago
Which of the following is the correct synonym of "Plod"?
Created: 1 month ago
A
Slog
B
Race
C
Expire
D
Steady
Plod (verb) অর্থ হলো ধীরে এবং ক্রমাগত, বিশেষত ক্লান্ত অবস্থায় পা টেনে হাঁটা বা কাজ করা।
-
ইংরেজি অর্থ: To walk slowly with heavy steps, especially because you are tired.
-
বাংলা অর্থ: শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা; নীরস কাজে অবিরাম লেগে থাকা; কাজের ঘানি টানা।
-
Synonyms: Lumber (থপথপিয়ে চলা), Tramp (মাড়ানো), Clump (পা টেনে টেনে হাঁটা), Slog (ধীরগতিতে হাঁটা), Tromp (পা টেনে টেনে হাঁটা)
-
Antonyms: Fly (উড়া), Race (দৌড়ানো), Rush (তাড়াহুড়া করা), Run (দৌড়ানো), Hurry (দ্রুতগতিতে হাঁটা)
-
অন্যান্য রূপ:
-
Plodder (noun) → যে ব্যক্তি মন্থর অথচ একনিষ্ঠভাবে চলে বা কাজ করে; নিত্যশ্রমী
-
Ploddingly (adverb) → ঠেলে ঠেলে, মন্থরগতিতে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Steady → দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
-
Expire → অবসান হওয়া; মারা যাওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
They plodded back up the hill again.
-
Mules plodded in a circle around a grindstone.
-
সঠিক সমার্থক শব্দ: Slog
0
Updated: 1 month ago
The Ant and the Grasshopper is a/an -
Created: 1 month ago
A
novel
B
poem
C
play
D
short story
Answer: Short story
The Ant and The Grasshopper:
-
Written by William Somerset Maugham.
-
Based on the famous Aesop fable of the same name.
-
It is a short story that presents a balanced view of life, highlighting human nature and the consequences of choices.
About William Somerset Maugham:
-
Renowned English novelist and short story writer.
-
Keen observer of life and human behavior.
-
His writings often portray life realistically, exploring human nature and society.
Famous Novels by Maugham:
-
Of Human Bondage
-
The Razor's Edge
-
The Moon and Sixpence
-
Cakes and Ale
-
The Sacred Flame
-
The Musician
-
Lady Frederick
Notable Short Stories:
-
The Ant and The Grasshopper
-
The Luncheon
0
Updated: 1 month ago
A Farewell to Arms is a/an -
Created: 1 month ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel
0
Updated: 1 month ago