∛(125×8) = কত?
A
25
B
15
C
5
D
10
উত্তরের বিবরণ
সমাধান:
অতএব,
উত্তর: ১০
0
Updated: 9 hours ago
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
Created: 2 months ago
A
৩৬ টাকা
B
১২ টাকা
C
৭২ টাকা
D
৮৪ টাকা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪, পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
সমাধান:
পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ : ১২
পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২
পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক
প্রশ্নমতে,
২০ক = ১২০
ক = ১২০/২০
ক = ৬
রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
0
Updated: 2 months ago
3x²-16x-12 এর উৎপাদকে বিশ্লেষণ-
Created: 8 hours ago
A
(3x-2) (x+6)
B
(3x-2) ( x-6)
C
(x-6) (3x+2)
D
3(x-6) (x-2)
3x²-16x-12
= 3x2+2x−18x−12
= x(3x+2)−6(3x+2)
= (3x+2)(x−6)
0
Updated: 8 hours ago
০.২৪ এর সমান ভগ্নাংশটি-
Created: 2 weeks ago
A
১/৩
B
৮/৩৩
C
৭/২৪
D
৭/৭২
প্রশ্নঃ ০.২৪ এর সমান ভগ্নাংশটি নির্ণয় কর।
সমাধানঃ
ধরা যাক, ( x = 0.২৪২৪২৪… )
অর্থাৎ, ( x = 0.\overline{24} )
এখন, পুনরাবৃত্ত অংশে ২টি সংখ্যা আছে।
তাহলে, ( 100x = 24.২৪২৪২৪… )
এখন, দুইটি সমীকরণ লিখি—
( 100x = 24.২৪২৪২৪… )
( x = 0.২৪২৪২৪… )
দুইটি সমীকরণ বিয়োগ করলে,
( 100x - x = 24.২৪২৪২৪… - 0.২৪২৪২৪… )
অর্থাৎ, ( 99x = 24 )
⇒ ( x = \dfrac{24}{99} )
এখন, ( 24 ) এবং ( 99 )-কে ৩ দ্বারা ভাগ করলে—
( x = \dfrac{8}{33} )
অতএব, ০.২৪ এর সমান ভগ্নাংশটি ৮/৩৩।
উত্তরঃ ৮/৩৩
0
Updated: 2 weeks ago