কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
A
নাইট্রাস অক্সাইড
B
কার্বন ডাই-অক্সাইড
C
ক্লোরোফ্লোরা কার্বন
D
নাইট্রোজেন
উত্তরের বিবরণ
গ্রিনহাউস গ্যাস এমন কিছু গ্যাস যা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। এগুলো সূর্যের তাপ সহজে প্রবেশ করতে দেয় কিন্তু তাপ বাইরে যেতে বাধা দেয়, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়।
• গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে কার্বন ডাই-অক্সাইড (CO₂), যা শিল্প বিপ্লবের পর থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং মোট গ্রিনহাউস প্রভাবে প্রায় ৪৯% ভূমিকা রাখে।
• মিথেন (CH₄) কৃষি, পশুপালন ও জ্বালানি উত্তোলনের কারণে বৃদ্ধি পায় এবং প্রায় ১৯% অবদান রাখে।
• ক্লোরোফ্লোরোকার্বন (CFC) প্রায় ১৭%, ওজোন (O₃) প্রায় ৮% এবং নাইট্রাস অক্সাইড (N₂O) প্রায় ৪% ভূমিকা রাখে।
• এছাড়া জলীয় বাষ্প (H₂O) প্রায় ২% প্রভাব ফেললেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর মাত্রা ওঠানামা করে।
0
Updated: 11 hours ago
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Created: 1 month ago
A
ক্লোরোফ্লোরো কার্বন
B
কার্বন ডাই অক্সাইড
C
নাইট্রাস অক্সাইড
D
অক্সিজেন
গ্রিনহাউজ গ্যাস নয় – অক্সিজেন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
Created: 1 month ago
A
কার্বন ডাই অক্সাইড (CO₂)
B
মিথেন (CH₄)
C
অক্সিজেন (O₂)
D
নাইট্রাস অক্সাইড (N₂O)
গ্রিনহাউজ গ্যাস হলো সেই ধরনের গ্যাস, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে এবং গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টি করে। এগুলো পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• গ্রিনহাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
• উল্লেখযোগ্য গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে:
-
জলীয় বাষ্প
-
কার্বন ডাই অক্সাইড (CO₂)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
ক্লোরোফ্লোরো কার্বন (CFC)
• পরোক্ষ গ্রিনহাউজ গ্যাস হিসেবে উল্লেখযোগ্য: কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড।
• উল্লেখ্য, অক্সিজেন (O₂) গ্রিনহাউজ গ্যাস নয়।
0
Updated: 1 month ago