যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
A
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
B
পরিবহন ও সেতু মন্ত্রণালয়
C
সড়ক পরিবহন মন্ত্রণালয়
D
পরিবহন ও সড়ক মন্ত্রণালয়
উত্তরের বিবরণ
২০১৪ সালে যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রাখা হয়। এটি করা হয় দেশের সড়ক নেটওয়ার্ক, সেতু ও পরিবহন ব্যবস্থার কার্যক্রমকে নির্দিষ্টভাবে তুলে ধরার জন্য। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব ওবায়দুল কাদের।
• আগের নাম যোগাযোগ মন্ত্রণালয় ছিল অপেক্ষাকৃত সাধারণ, যা বিভিন্ন খাতে বিভ্রান্তি তৈরি করত।
• নতুন নামটি দেশের সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ–কেন্দ্রিক কাজের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।
• মন্ত্রণালয়টি সড়ক যোগাযোগ উন্নয়ন, সেতু নির্মাণ ও যানবাহন নিয়ন্ত্রণ নীতিমালা পরিচালনা করে।
• জনাব ওবায়দুল কাদের দীর্ঘসময় ধরে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
0
Updated: 11 hours ago
বাংলাদেশের বৃহত্তম হাওর-
Created: 5 months ago
A
পাথরচাওলি
B
হাইল
C
চলনবিল
D
হাকালুকি
বাংলাদেশের বৃহত্তম হাওর
হাকালুকি হাওর
হাকালুকি হাওর সম্পর্কিত তথ্য
-
এটি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর এবং এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি।
-
আয়তন প্রায় ২১,৫০০ হেক্টর।
-
অবস্থিত মৌলভীবাজার ও সিলেট জেলার মধ্যে।
-
এখানে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
-
মূল পানির প্রবাহ আসে জুরী ও পানাই নদী থেকে।
অন্যান্য উল্লেখযোগ্য হাওরসমূহ:
-
টাঙ্গুয়ার হাওর:
-
আয়তন: প্রায় ১১,৭০০ হেক্টর
-
অবস্থান: সুনামগঞ্জ জেলা
-
বৈশিষ্ট্য: মৎস্য প্রজাতি ও পরিযায়ী পাখির জন্য বিখ্যাত
-
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হিসেবে পরিচিত
-
-
হাইল হাওর:
-
আয়তন: প্রায় ১৫,১০০ হেক্টর
-
অবস্থান: মৌলভীবাজার জেলা
-
-
শনির হাওর:
-
আয়তন: প্রায় ৬,৬৩৮ হেক্টর
-
অবস্থান: সুনামগঞ্জ জেলা
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া
0
Updated: 5 months ago
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম -
Created: 5 months ago
A
এগার সিন্দুর এক্সপ্রেস
B
পারাবত এক্সেপ্রেস
C
উপকূল এক্সপ্রেস
D
সৈকত এক্সপ্রেস
উপকূল এক্সপ্রেস
-
এটি একটি আন্তঃনগর ট্রেন, যা নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে।
-
ট্রেনটি ১৭ জানুয়ারি ১৯৮৬ সালে উদ্বোধন করা হয়।
-
নোয়াখালী-ঢাকা রুটে এটি একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ট্রেন।
সময়সূচি:
-
নোয়াখালী থেকে ছাড়ে প্রতিদিন সকাল ৬:৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছে দুপুর ২:২৫ মিনিটে।
-
ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪:০০টায় এবং নোয়াখালী পৌঁছে রাত ১০:০০টায়।
ট্রেনটি সপ্তাহে ছয় দিন চালু থাকে।
অন্যান্য উল্লেখযোগ্য ট্রেন:
-
এগারো সিন্দুর এক্সপ্রেস: ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করে।
-
পারাবত এক্সপ্রেস: ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করে।
তথ্যসূত্র: https://railway.com.bd
0
Updated: 5 months ago