মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?
A
সাহিত্যে
B
শান্তিতে
C
চিকিৎসায়
D
অর্থনীতিতে
উত্তরের বিবরণ
২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার শিশু অধিকার ও শিক্ষার জন্য আন্দোলনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সতের্থী যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন, যা দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংগ্রামে একটি ঐতিহাসিক ঘটনা।
• ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা ইউসুফজাই (পাকিস্তান) ও কৈলাস সতের্থী (ভারত), যারা শিশুদের শিক্ষা, অধিকার এবং শ্রমবিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।
• মালালা তালেবান হামলা সত্ত্বেও মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে আন্দোলন চালিয়ে যান, যার জন্য তিনি বিশ্বব্যাপী সাহস এবং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন।
• এই পুরস্কার পেয়ে মালালা ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।
• অপরদিকে কৈলাস সতের্থী শিশু শ্রম ও পাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের জন্য পুরস্কৃত হন।
0
Updated: 11 hours ago
২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
Created: 2 days ago
A
জ্যঁ তিহল
B
মালালা ইউসুফজাই
C
ড. ইউনূস
D
বারাক ওবামা
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় দুইজন মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীকে। তারা শিশুদের শিক্ষা, অধিকার এবং শোষণবিরোধী আন্দোলনে অবদান রাখায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান।
• মালালা পাকিস্তানের মেয়েদের শিক্ষা অধিকার আন্দোলনের পরিচিত মুখ এবং মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়ে ইতিহাসে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী হন।
• তিনি তালেবান হামলার শিকার হলেও শিক্ষা আন্দোলন থামাননি, যা তার দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় বহন করে।
• অপরদিকে কৈলাস সত্যার্থী দীর্ঘদিন শিশু শ্রম, পাচার এবং অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন।
• তাঁর নেতৃত্বে বহু শিশু অবৈধ শ্রম ও নির্যাতন থেকে মুক্তি পেয়েছে এবং শিক্ষা সুযোগ পেয়েছে।
0
Updated: 2 days ago
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Created: 6 months ago
A
নার্গিস মোহাম্মাদী
B
শিরিন এবাদী
C
নাগিব মাহফুজ
D
প্রফেসর আবদুস সালাম
ইরানে নারীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ের জন্য নার্গিস মোহাম্মাদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।" উল্লেখ্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য ২০২৪ সালে জাপানি সংগঠন নিহন হিদানকিও [Nihon Hidankyo] শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে।
0
Updated: 6 months ago
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে?
Created: 5 hours ago
A
১৯১৩ সালে
B
১৯১২ সালে
C
১৯১১ সালে
D
১৯৩১ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বজুড়ে পরিচিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবং তাঁর সাহিত্যকর্ম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য প্রথমবারের মতো বৈশ্বিক স্বীকৃতি লাভ করে।
• তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে প্রথম এশীয়, প্রথম বাঙালি এবং প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী করে তোলে।
• পুরস্কারটি তিনি অর্জন করেন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ বা ‘Song Offerings’–এর জন্য।
• গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ সালে এবং এর ইংরেজি অনুবাদ ১৯১২ সালে, যেখানে অনুবাদ ও সম্পাদনায় ডব্লিউ বি ইয়েটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
• ২০০৪ সালে শান্তিনিকেতন থেকে তাঁর নোবেল পদক চুরি হয়ে যায়, যা জাতীয়ভাবে আলোচনার বিষয় ছিল।
0
Updated: 5 hours ago