বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
A
মহেশখালী
B
সেন্টমার্টিন
C
দক্ষিণ তারপট্টি
D
ভোলা
উত্তরের বিবরণ
বাংলাদেশে বেশ কিছু দ্বীপ রয়েছে, তবে তাদের অবস্থান, বৈশিষ্ট্য ও পরিচিতিতে পার্থক্য রয়েছে। সেন্টমার্টিন দ্বীপ প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সামুদ্রিক প্রবাল গঠনের জন্য অনন্য, আর ভোলা বৃহত্তম দ্বীপ হিসেবে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ।
• সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। এটি প্রায় ৮ বর্গ কিলোমিটার আয়তনের এবং টেকনাফ থেকে প্রায় ৯ কিমি দক্ষিণে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত।
• বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা, এবং এটিই দেশের একমাত্র দ্বীপ জেলা।
• এছাড়া কুতুবদিয়া দ্বীপ বাতিঘরের জন্য পরিচিত, যা নাবিকদের দিক নির্দেশনায় ব্যবহৃত হতো।
• এসব দ্বীপ পরিবেশ, পর্যটন ও সামুদ্রিক সম্পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 12 hours ago
সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় কবে?
Created: 1 month ago
A
১৯৯৭ সালে
B
২০০০ সালে
C
১৯৯৯ সালে
D
১৯৯৮ সালে
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।
- ৩৮ বছরের সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল প্রজাতি ১৪১টি থেকে কমে ৪০টিতে নেমেছে।
অন্যদিকে,
- সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, এবং সুন্দরবনকে ১৯৯৯ সালে ঘোষণা করে।
- জাফলং-ডাউকি নদী ২০১৫ সালে।
0
Updated: 1 month ago