বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে-
A
১৪৮টি
B
১৫০টি
C
১৫২টি
D
১৫৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন হিসেবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করে। এতে রাষ্ট্রের কাঠামো, নাগরিক অধিকার, সরকারের ক্ষমতা এবং বিচার ব্যবস্থার নীতিমালা উল্লেখ রয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি কার্যকর করা হয় এবং সময়ের সাথে এতে সংশোধনী যুক্ত হয়েছে।
• সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা, যেখানে রাষ্ট্রের মূল আদর্শ যেমন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা উল্লেখ আছে
• এতে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে, যেগুলো বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও অধিকার নির্ধারণ করে
• সংবিধান বিভক্ত ১১টি ভাগে, যাতে পৃথক বিষয়ভিত্তিক ধারাসমূহ সাজানো
• এছাড়া রয়েছে ৭টি তফসিল, যেখানে অতিরিক্ত আইনগত ও প্রশাসনিক বিবরণ সংরক্ষিত
0
Updated: 12 hours ago
সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ
B
বাংলাদেশের রাজধানী হবে ঢাকা
C
বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা
D
প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ
সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা।
অন্যদিকে:
-
সংবিধানের ২ নং অনুচ্ছেদ: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ করে।
-
সংবিধানের ৫ নং অনুচ্ছেদ: বাংলাদেশের রাজধানী হবে ঢাকা।
-
সংবিধানের ৭(১) অনুচ্ছেদ: প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
উৎস:
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
২৮ (২) নং অনুচ্ছেদে
B
২৭ নং অনুচ্ছেদে
C
২৬ নং অনুচ্ছেদে
D
৩২ নং অনুচ্ছেদে
সংবিধান সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
২৮ (১) নং অনুচ্ছেদ: কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে
-
২৮ (৩) নং অনুচ্ছেদ: কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনগণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ বা শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো নাগরিককে অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না
অন্যান্য প্রাসঙ্গিক ধারাসমূহ:
-
২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল
-
২৭: আইনের দৃষ্টিতে সমতা
-
২৯: সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা
-
৩০: বিদেশী, খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
-
৩১: আইনের আশ্রয়-লাভের অধিকার
-
৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষণ
0
Updated: 1 month ago