VDU- এর পূর্ণরূপ হচ্ছে-
A
Video Display Unit
B
Video Device Unit
C
Visual Display Unit
D
Visual Device Unit
উত্তরের বিবরণ
কম্পিউটারে প্রদর্শিত তথ্য দৃশ্যমান রূপে দেখার জন্য যেসব ডিভাইস ব্যবহৃত হয় সেগুলোকে VDU (Visual Display Unit) বলা হয়। এটি ব্যবহারকারীর ইনপুট বা কম্পিউটারের অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফলাফল দৃশ্যমানভাবে উপস্থাপন করে, তাই এটি কম্পিউটার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ইউনিট হিসেবে বিবেচিত।
• VDU এর পূর্ণরূপ Visual Display Unit
• মনিটর হলো সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত Visual Display Unit
• এটি টেক্সট, ছবি, ভিডিও, গ্রাফিক্স বা সফটওয়্যারভিত্তিক তথ্য প্রদর্শন করে
• পূর্বে CRT মনিটর ব্যবহৃত হতো, বর্তমানে LED, LCD এবং OLED মনিটর বেশি ব্যবহার হচ্ছে
• ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে ভিজ্যুয়াল যোগাযোগের জন্য VDU অপরিহার্য একটি উপাদান
0
Updated: 12 hours ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরী হয় কী দিয়ে?
Created: 3 weeks ago
A
আয়রন
B
সিলিকন
C
কার্বন
D
অ্যালুমিনিয়াম
কম্পিউটারের মূল মেমোরি (RAM, ROM ইত্যাদি) তৈরির জন্য প্রধানত সিলিকন ব্যবহার করা হয়। সিলিকন আধা-পরিবাহী উপাদান হিসেবে কাজ করে এবং মাইক্রোচিপ ও মেমোরি সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়।
0
Updated: 3 weeks ago