ড্রোন কি?
A
চালকবিহীন বিমান
B
গেরিলা সংগঠন
C
একটি পারমাণবিক বোমা
D
সাবমেরিন
উত্তরের বিবরণ
ড্রোন মূলত একটি চালকবিহীন বিমান যা দূর নিয়ন্ত্রণে পরিচালিত হয় অথবা নিজস্ব প্রোগ্রাম অনুযায়ী চলতে পারে। বর্তমানে এটি সামরিক থেকে অসামরিক বহু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে নজরদারি, মানচিত্র তৈরি, উদ্ধারকাজ এবং চলচ্চিত্র নির্মাণে।
• ড্রোনের আরেক নাম UAV (Unmanned Aerial Vehicle)
• যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন গুরুত্বপূর্ণ অস্ত্র, কারণ এতে ঝুঁকি কম এবং লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত সম্ভব
• আধুনিক সাংবাদিকতা ও তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহারের মাধ্যমে দূরবর্তী বা বিপদজনক স্থানের দৃশ্য সহজে ধারণ করা যায়
• B-52 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিখ্যাত ভারী বোমারু বিমান
• MiG হচ্ছে রাশিয়ার তৈরি সুপরিচিত জঙ্গি বিমান সিরিজ, যা বহু দেশে ব্যবহৃত হয়
0
Updated: 12 hours ago
গালফ এয়ার (Gulf Air) কোন দেশের বিমান সংস্থার নাম?
Created: 1 month ago
A
কাতার
B
বাহরাইন
C
ইন্দোনেশিয়া
D
মালয়েশিয়া
বাহরাইনের জাতীয় বিমান সংস্থার নাম হলো গালফ এয়ার (Gulf Air)।
-
ইন্দোনেশিয়া: স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা
-
মালয়েশিয়া: জাতীয় বিমান সংস্থার নাম মালয়েশিয়ান এয়ারলাইনস
-
কাতার: জাতীয় বিমান সংস্থার নাম কাতার এয়ারওয়েজ
0
Updated: 1 month ago