১, ৩,৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কোনটি?
A
১৫
B
২৩
C
২৫
D
৩০
উত্তরের বিবরণ
গাণিতিক প্রশ্ন:
১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কত?
সমাধান:
এই অনুক্রমটি একটি সমানু ক্রম।
প্রথম পদ,
সাধারন পার্থক্য,
-তম পদের সূত্র:
১২তম পদ,
উত্তর: ২৩
0
Updated: 18 hours ago
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে-
Created: 8 hours ago
A
ba
B
b+a
C
10ab
D
10b+a
সমাধান:
• একটি দুই অংক বিশিষ্ট সংখ্যা গঠিত হয় দশক এবং একক অংক দ্বারা।
• দশক অংক b, একক অংক a হলে সংখ্যা = দশকের মান × 10 + এককের মান
• অর্থাৎ সংখ্যা = 10b + a
উত্তর:
10b + a
0
Updated: 8 hours ago
log2log√ee2 এর মান কত?
Created: 2 months ago
A
1
B
2
C
1/2
D
0
প্রশ্ন: log2log√ee2 এর মান কত?
সমাধান:
log2log√ee2
= log2log√e(√e)4
= log2 4 log√e√e
= log24 × 1
= log222 × 1
= 2 log22
= 2 × 1
= 2
0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
Created: 2 days ago
A
১০
B
২০
C
৩০
D
৪০
সমাধান:
অতিভুজ = ১৩
ভূমি = ১২
সমকোণী ত্রিভুজে,
অতিভুজ² = ভূমি² + লম্ব²
১৩² = ১২² + লম্ব²
১৬৯ = ১৪৪ + লম্ব²
লম্ব² = ১৬৯ − ১৪৪ = ২৫
লম্ব = ৫
ক্ষেত্রফল = ½ × ভূমি × লম্ব
= ½ × ১২ × ৫
= ৩০
উত্তর: ৩০ বর্গমিটার
0
Updated: 2 days ago