Complete the sentence : _____ went to Dhaka.
A
Not only I went but also my brother
B
I not only but also my brother
C
Not only I but also my brother
D
I only but not my brother
উত্তরের বিবরণ
বাক্যটি সম্পূর্ণ করতে “Not only I but also my brother” ব্যবহার করা সঠিক, কারণ এটি সমন্বয়বাচক গঠনে দু’টি কর্তার সমান্তরাল সম্পর্ক স্পষ্ট করে। এখানে প্রথম অংশে জোর দেওয়া হলেও মূল কাজটি দ্বিতীয় কর্তা সম্পন্ন করে।
• Not only ব্যবহারে প্রথম অংশে গুরুত্ব আরোপ করা হয়, যা বাক্যকে জোরালো ও প্রভাববহ করে।
• But also যোগের মাধ্যমে বোঝানো হয় যে আরেকজনও একই কাজটি করেছে বা যুক্ত রয়েছে।
• ইংরেজি ব্যাকরণে এই গঠনকে correlative conjunction বলা হয়, যা দুইটি অংশকে অর্থগতভাবে সমানভাবে যুক্ত করে।
• এখানে মূল কার্য went to Dhaka বাস্তবে সম্পন্ন করছে my brother, তাই বাক্যটি ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য থাকে।
এই কারণে Not only I but also my brother went to Dhaka–ই সঠিক রূপ।
0
Updated: 5 hours ago
I visit the Taj Mahal --- I go to Agra.
Created: 1 week ago
A
once
B
wherever
C
whenever
D
when
এই বাক্যে বোঝানো হয়েছে যে বক্তা যখনই আগ্রায় যায়, তখনই তাজমহল পরিদর্শন করে। তাই এখানে “whenever” সবচেয়ে উপযুক্ত শব্দ। এটি এমন একটি conjunction যা সময়ের পুনরাবৃত্তি বা অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়।
-
once মানে “একবার” বা “একদা”, যা এখানে প্রযোজ্য নয়, কারণ বাক্যটি অভ্যাস প্রকাশ করছে।
-
wherever অর্থ “যেখানেই হোক না কেন”, যা স্থান বোঝায়, কিন্তু এখানে সময় বোঝানো হয়েছে।
-
whenever অর্থ “যখনই” বা “যেকোন সময়ে”, যা এই বাক্যের অর্থের সাথে পুরোপুরি মিলে যায়।
-
when শুধু “কখন” বা “যখন” বোঝায়, কিন্তু “যখনই” অর্থে এটি ব্যবহৃত হয় না।
তাই সঠিক উত্তর whenever, কারণ এটি নিয়মিত ঘটনার অভ্যাস প্রকাশ করছে।
0
Updated: 1 week ago
No sooner had he reached the station ____ the train left.
Created: 3 weeks ago
A
When
B
Then
C
Than
D
While
0
Updated: 3 weeks ago