Which one of the following is an example of an indefinite pronoun?
A
such
B
this
C
any
D
Either
উত্তরের বিবরণ
যে pronoun কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেই pronoun কে Indefinite pronoun বলে। এর কয়েকটি উদাহরণ হলall, one, none, anyone, some ইত্যাদি।
0
Updated: 5 hours ago
Identify the missing word from the given choices(21-25). Most people travel by air now-a-days because is cheaper and quicker .
Created: 1 week ago
A
when
B
during
C
it
D
by
বাক্যটি সম্পূর্ণ করতে উপযুক্ত শব্দটি হলো “it”, কারণ এটি বাক্যে কর্তা হিসেবে কাজ করছে এবং “is cheaper and quicker” অংশটির সঙ্গে সঠিকভাবে যুক্ত হচ্ছে। বাক্যটি হবে—“Most people travel by air now-a-days because it is cheaper and quicker.”
• এখানে “it” পূর্ববর্তী ভাব বা বস্তু “travel by air”-কে নির্দেশ করছে।
• “when” ও “during” সময় নির্দেশক শব্দ, যা অর্থগতভাবে এখানে অপ্রাসঙ্গিক।
• “by” পূর্বপ্রত্যয়, কিন্তু এখানে কর্তা প্রয়োজন, পূর্বপ্রত্যয় নয়।
• বাক্যে “because”-এর পর সম্পূর্ণ clause প্রয়োজন, যেখানে “it” কর্তা হিসেবে কাজ করছে।
তাই “it” ব্যবহারে বাক্যটি ব্যাকরণগত ও অর্থগতভাবে পূর্ণতা পায়।
0
Updated: 1 week ago
My uncle has three sons, ____ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
Created: 5 months ago
A
all of them
B
who all
C
they all
D
all of whom
• যেহেতু বাক্যটিতে দুটি clause রয়েছে, তাই সেগুলো যুক্ত করতে শূন্যস্থানে একটি relative pronoun ব্যবহার করতে হবে।
• Relative pronoun গুলো অনেক সময় conjunction হিসেবেও কাজ করে।
-
অপশন ক) all of them এবং গ) they all — এই দুইটিতে কোনো relative pronoun নেই, তাই এগুলো ব্যাকরণগতভাবে সঠিক নয়।
-
অন্যদিকে, who all প্রয়োগ করাও ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়।
সঠিক ও গ্রহণযোগ্য রূপ হচ্ছে all of whom, যা একটি relative pronoun এবং এটি সকল নিয়ম মেনে শূন্যস্থানে বসানো যায়।
এইভাবে বাক্যটি হবে:
My uncle has three sons, all of whom work in the same office.
অর্থ: “আমার আঙ্কেলের তিনজন পুত্র আছে, যাদের সবাই একই অফিসে কাজ করে।”
0
Updated: 5 months ago
One must take care of _____ health.
Created: 2 months ago
A
his
B
one's
C
their
D
their's
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
-
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে।
-
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's।
-
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে।
-
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না।
অন্য উদাহরণ:
-
He → possessive form his
-
She → possessive form her
-
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়।
1
Updated: 2 months ago