জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো-
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫ সদস্য থাকে এবং এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য ও ১০টি অস্থায়ী সদস্য রয়েছে। স্থায়ী সদস্যরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে এবং তাদের সিদ্ধান্তের গুরুত্ব বেশি। এই পাঁচ দেশ হলো আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া ও ফ্রান্স—সহজে মনে রাখার কৌশল: ABC আর F।
• মোট সদস্য ১৫: স্থায়ী ৫, অস্থায়ী ১০
• পাঁচ স্থায়ী সদস্যের রয়েছে Veto Power
• Veto মানে কোনো প্রস্তাবে এককভাবে বাধা প্রদান
• অস্থায়ী সদস্যরা সাধারণত দুই বছরের জন্য নির্বাচিত হয়
• পরিষদ আন্তর্জাতিক সংঘাত সমাধান, নিষেধাজ্ঞা আরোপ ও শান্তিরক্ষা মিশন পরিচালনা করে
0
Updated: 7 hours ago
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
Created: 1 month ago
A
B
১৩৪ তম
C
১৩৬ তম
D
১২৯ তম
বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে যুক্ত হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা দেশের আন্তর্জাতিক স্থিতি এবং অংশগ্রহণকে প্রতিফলিত করে।
-
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
-
সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
চীন প্রথমে বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
-
বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ অর্জন করেছে মোট দুইবার: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে।
-
১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী নির্বাচিত হন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে।
-
মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
১৯৮৮ সালে বাংলাদেশ প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের প্রধান রচয়িতা কে ছিলেন?
Created: 1 month ago
A
হেনরি কিসিঞ্জার
B
আর্চিবাল্ড ম্যাকলিশ
C
ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
D
উড্রো উইলসন
জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি একটি মৌলিক কাঠামো হিসেবে জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করে।
-
সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
-
এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
-
জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
-
সংশোধনী প্রক্রিয়া শুরু হয় সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে গৃহীত হওয়ার মাধ্যমে।
-
এর পর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের অনুমোদন পেলে সংশোধনী কার্যকর হয়।
0
Updated: 1 month ago
কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করে?
Created: 1 day ago
A
শিশুমৃত্যু হ্রাস
B
মাতৃমৃত্যু হ্রাস
C
প্রসূতিমৃত্যু হ্রাস
D
শিক্ষাহার বৃদ্ধি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে মানবকল্যাণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদানের জন্য একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এসব পুরস্কার তার বৈশ্বিক স্বীকৃতি ও রাষ্ট্র পরিচালনায় সফলতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
• ২০১০ সালে MDG Award পান শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যের জন্য
• ২০১১ সালে South South Award প্রদান করা হয় উন্নয়ন সহযোগিতা ও নেতৃত্বের জন্য
• ২০১৪ সালে Peace Tree (শান্তিবৃক্ষ) পান বৈশ্বিক শান্তি ও সহযোগিতা প্রচেষ্টায় অবদানের স্বীকৃতিস্বরূপ
• ২০১৫ সালে Champions of the Earth পান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ গ্রহণের জন্য
• ২০১৬ সালের Planet 50:50 পুরস্কার পান নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা অগ্রগতির জন্য
• ২০১৯ সালে Vaccine Hero ও Champion of Skill Development for Youth পুরস্কারে ভূষিত হন জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার জন্য
0
Updated: 1 day ago