ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
A
ঢাকা
B
কাঠমাণ্ডু
C
থিম্পু
D
মালে
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১০ সালে ভুটানের থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্ক (SAARC)
-
সার্কের পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
-
এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার একটি ফোরাম।
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়।
-
সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি দেশ।
-
বর্তমানে মোট ৮টি দেশ সদস্য।
-
সদস্য দেশগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
-
আফগানিস্তান সর্বশেষ ২০০৭ সালের ৩ এপ্রিল সদস্য হয়।
সম্মেলন:
-
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে হয়েছিল।
-
সর্বশেষ ১৮তম সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: সার্কের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
নিচের কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
ইতালি
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
ব্রাজিল (ইন্দোনেশিয়া)
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

0
Updated: 1 month ago
Green Climate Fund গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
Created: 1 week ago
A
COP-19
B
COP-10
C
COP-16
D
COP-14
Green Climate Fund বা গ্রিন ক্লাইমেট ফান্ড হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল, যা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা প্রদান করে। এই তহবিল প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে এবং এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত। তহবিলের লক্ষ্য বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।
• COP বা “Conference of the Parties” হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা ১৯৯২ সালে গৃহীত ফ্রেমওয়ার্কের অধীনে পরিচালিত হয়।
• ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা।
• জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে।
• ২০২৫ সালে COP-30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে, যা জলবায়ু নীতি ও তহবিল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক আলোচনার অংশ হবে।
• Green Climate Fund আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও জলবায়ু প্রতিরোধমূলক প্রকল্পগুলো সমর্থন করে।

0
Updated: 1 week ago
'COP' এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Conference of the Protocol
B
Conference of the Parties
C
Committee of Operations and Planning
D
Conference of the Party
কপ সম্মেলন বা Cop Conference হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো Climate Action এবং জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা তৈরি ও সমন্বয় করা।
-
COP-এর পূর্ণরূপ হলো Conference of the Parties।
-
জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা সম্মেলন বা UNFCCC কার্যকর হয় ১৯৯৪ সালে।
-
প্রথম COP-1 অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
-
UNFCCC-এর সদস্য দেশসমূহ এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-30 অনুষ্ঠিত হবে ২০২৫ সালে ব্রাজিলে।
-
এই সম্মেলনের জন্য জাতিসংঘ আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে নির্বাচন করেছে।

0
Updated: 1 week ago