বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
A
সাঁওতাল
B
চাকমা
C
মারমা
D
রাখাইন
উত্তরের বিবরণ
বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির বসবাস রয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জীবনধারা দেশের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। জনসংখ্যার দিক থেকে চাকমারা বৃহত্তম এবং তাদের পরেই অবস্থান মারমাদের।
• বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং চাকমা শব্দের অর্থ মানুষ
• চাকমারা প্রধানত বসবাস করে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে
• দেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা
• মারমারা প্রধানত বসবাস করে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে এবং কিছু অংশ খাগড়াছড়ি ও রাঙামাটিতেও রয়েছে
• উভয় উপজাতির নিজস্ব ভাষা, পোশাক, ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান রয়েছে যা পাহাড়ি অঞ্চলের সংস্কৃতিকে বিশেষ বৈচিত্র্য দেয়
0
Updated: 7 hours ago
কোন উপজাতির ধর্ম ইসলাম?
Created: 2 days ago
A
রাখাইন
B
মারমা
C
পাঙন
D
খিয়াং
বাংলাদেশে বর্তমানে প্রায় ৫০টি স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য রয়েছে। অধিকাংশ উপজাতি দেশের পার্বত্য অঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় বসবাস করে।
-
মৌলভীবাজার জেলার পাঙন উপজাতি বাংলাদেশের একমাত্র মুসলমান ধর্মাবলম্বী উপজাতি হিসেবে পরিচিত। তাদের ভাষা ও সংস্কৃতিতে বাঙালি ও উপজাতীয় ঐতিহ্যের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়।
-
রাখাইন, চাকমা, মারমা ও ত্রিপুরা উপজাতিরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, আর সাঁওতাল ও ওরাঁও উপজাতিদের মধ্যে খ্রিষ্টান ও প্রাণবাদের প্রচলন রয়েছে।
-
প্রতিটি উপজাতির নিজস্ব পোশাক, নৃত্য, উৎসব ও জীবনধারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।
0
Updated: 2 days ago
বাংলাদেশে বসবাস নেই এমন উপজাতির নাম-
Created: 1 month ago
A
খিয়াং
B
গারো
C
মাওরি
D
সাঁওতাল
মাওরি ও বাংলাদেশের উপজাতি সম্প্রদায় সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। মাওরি নিউজিল্যান্ডের একটি উপজাতি সম্প্রদায়, বাংলাদেশে মাওরি উপজাতি বাস করে না। বাংলাদেশে মোট ৫০টি উপজাতি রয়েছে।
-
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী উদাহরণ: সাঁওতাল, খিয়াং, গারো
-
সাঁওতাল জনগোষ্ঠী: রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ, বগুড়া প্রভৃতি জেলায় বসবাস করে
-
খিয়াং উপজাতি: পার্বত্য চট্টগ্রাম জেলায় বসবাস করে
-
গারো উপজাতি: ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে
0
Updated: 1 month ago
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
Created: 3 weeks ago
A
চাকমা
B
সাঁওতাল
C
গারো
D
মারমা
বাংলাদেশের উপজাতিদের মধ্যে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। তারা মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে এবং সমাজ, ভাষা ও সংস্কৃতিতে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী।
0
Updated: 3 weeks ago