Choose the correct plural form:
A
memorandoum
B
memorandums
C
memoranda
D
খ ও গ উভয়ই
উত্তরের বিবরণ
“memorandum” শব্দের বহুবচন রূপ সম্পর্কে ব্যাখ্যা হলো। ইংরেজিতে কিছু শব্দের বহুবচন নিয়ম সাধারণ নিয়ম থেকে ভিন্ন হয়, বিশেষ করে লাতিন বা গ্রিক উৎপত্তির শব্দগুলিতে।
• “memorandum” হলো একবচন রূপ, যার অর্থ হলো কোনো নোট বা লিখিত স্মারক।
• “memorandums” হলো সাধারণ ইংরেজি নিয়ম অনুযায়ী বহুবচন রূপ, যেখানে সাধারণভাবে “-s” যোগ করা হয়।
• “memoranda” হলো লাতিন উৎস অনুসারে বহুবচন রূপ, যেহেতু “-um” শেষ হওয়া লাতিন শব্দের বহুবচন প্রায়শই “-a” হয়।
• তাই দুইভাবে ব্যবহার করা যায় এবং উভয়ই শুদ্ধ: “memorandums” এবং “memoranda”।
0
Updated: 4 hours ago
Three-fifths of the voters ______ the new law.
Created: 1 month ago
A
opposes
B
oppose
C
opposed
D
opposing
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম অংশ যদি One এর বেশি হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় (যেমন: Two-thirds)। তবে প্রথম অংশ যদি One হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর Subject যদি singular হয়, তাহলে Verb singular হবে।
-
Subject যদি plural হয়, তাহলে Verb plural হবে।
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The womens is in the park.
B
The women are in the park.
C
The womens are in the park.
D
The women is in the park.
সঠিক উত্তর হলো খ) The women are in the park।
-
Woman মানে একজন মহিলা (singular)
-
Women মানে একাধিক মহিলা (plural)
-
ইংরেজিতে "womens" বলে কোনো শব্দ নেই, তাই এটি ভুল
-
যেহেতু subject হলো women (plural), তাই verb হবে are
-
সুতরাং সঠিক বাক্য হলো: The women are in the park
0
Updated: 1 month ago
Which of the following sentences is correct?
Created: 5 months ago
A
Why you have done this?
B
Why did you have done this?
C
Why have you done this?
D
Why you had done this?
সঠিক উত্তর: Why have you done this?
WH-question এর গঠন কৌশল:
-
WH-word + Auxiliary verb + Subject + Principal verb + Object/others + Question mark (?)
-
এখানে বাক্যটি “Why” দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি প্রশ্নবোধক বাক্য,
-
তাই গঠনে এসেছে: Why (WH-word) + have (Auxiliary verb) + you (Subject) + done (Principal verb) + this (Object) + ?
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
(WH-word: Where, Auxiliary verb: has, Subject: she, Principal verb: gone)
-
-
Why have they not completed their assignments?
-
(WH-word: Why, Auxiliary verb: have, Subject: they, Principal verb: completed)
-
-
How long have you lived in this city?
-
(WH-word: How long, Auxiliary verb: have, Subject: you, Principal verb: lived)
-
-
Who has helped you with your project?
-
(WH-word: Who, Auxiliary verb: has, Subject: you, Principal verb: helped)
-
0
Updated: 5 months ago