সঠিক উত্তর হলো ক) Lugubrious।
Lugubrious (Adj)
-
Bangla Meaning: বিষণ্ণ; শোকার্ত
-
English Meaning: mournful
Example Sentences:
-
A lugubrious old man kept sighing deeply to himself.
-
I was a unique talent,’ says John, in lugubrious tones.
Which one of the following is correct?
A
His conduct admits no excuse.
B
His conduct admits of no excuse.
C
His conduct admits to no excuse.
D
His conduct admits on no excuse.
উত্তরের বিবরণ
উক্ত বাক্যটির শুদ্ধ রূপ হলো “His conduct admits of no excuse.”। এটি ব্যবহারিক ও ব্যাকরণগতভাবে সঠিক কারণ ইংরেজি ভাষায় “admit of” অভিব্যক্তিটি মানে “কোনো কিছুকে অনুমতি দেওয়া বা সম্ভব করা”। এখানে conduct (আচরণ) কোনো খারাপতার জন্য মাফ বা ব্যাখ্যা করার সুযোগ রাখে না—সেটি বোঝাতে “admits of” ব্যবহার করা হয়।
• “admit of” ব্যবহার হয় এমন পরিস্থিতিতে যেখানে কোনো জিনিসের অস্তিত্ব বা সম্ভবনা আছে কিনা বোঝাতে হবে।
• “His conduct admits no excuse”, “admits to no excuse”, বা “admits on no excuse”—সবগুলো ব্যাকরণগতভাবে ভুল।
• ইংরেজি ব্যাকরণ গ্রন্থ যেমন Swan, Practical English Usage অনুসারে, “admit of” হচ্ছে সঠিক সংযোজন খারাপ আচরণের জন্য কোন ব্যাখ্যার অনুমতি বা সুযোগ আছে কিনা বোঝাতে।
তাহলে, “His conduct admits of no excuse”-ই একমাত্র সঠিক ও স্বীকৃত রূপ।
0
Updated: 4 hours ago
Identify the correct sentence:
Created: 2 months ago
A
The girl burst out tears.
B
The girl burst into tears.
C
The girl burst with tears.
D
The girl bursted out tears.
Burst into tears একটি ইংরেজি ইডিয়ম, যার মানে হলো কান্নায় ভেঙ্গে পড়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ হঠাৎ করে কাঁদতে শুরু করে।
ইংরেজি অর্থ: to start to cry
বাংলা অর্থ: কান্নায় ভেঙ্গে পড়া
এই ইডিয়মটি past tense-এ ব্যবহার করতে হলে, burst-এর past form ব্যবহার করতে হবে। বিশেষ করে, burst-এর past form ও present form একই, অর্থাৎ burst।
সুতরাং সঠিক বাক্য হবে: The girl burst into tears।
বাংলা অর্থ: মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো।
0
Updated: 2 months ago
What is the correct spelling?
Created: 1 month ago
A
Sarveillance
B
Serveillance
C
Survillance
D
Surveillance
The correct spelling is – Surveillance (অপশন 'ঘ')।
Surveillance (noun)
English Meaning: Close observation of a person, group, or area, often for security or monitoring purposes.
Bangla Meaning: নিরীক্ষণ, নজরদারি বা পর্যবেক্ষণ।
Example Sentences:
The airport increased surveillance to ensure passenger safety.
Police conducted 24-hour surveillance on the suspect’s house.
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Lugubrious
B
Luggubrious
C
Logubrious
D
Lugubrous
0
Updated: 1 month ago