Fill in the gap with appropriate preposition : He unfortunately died ____ overtaking.
A
by
B
for
C
of
D
from
উত্তরের বিবরণ
Die from - প্রতিক্রিয়ার জন্য মারা যাওয়া, কোন কিছুর জন্য মারা যাওয়া, অতিরিক্ত কম/অতিরিক্ত বেশি এমন কিছুর প্রভাবে মারা যাওয়া। যেমন-
He died from hunger.
He died from overeating.
He unfortunately died from overtaking.
0
Updated: 4 hours ago
Runa is tallest girl in the class.
Created: 1 day ago
A
a
B
at
C
the
D
Of
এই বাক্যে “tallest” একটি সর্বোচ্চ পর্যায়বাচক বিশেষণ।
• সর্বোচ্চ পর্যায়বাচক বিশেষণের আগে “the” ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ এটি একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে সর্বোচ্চ মান নির্দেশ করে।
• বাক্যটি “Runa is tallest girl in the class” হলে অনিশ্চয়তা থাকে, যা বাংলায় “রুনা সবচেয়ে লম্বা মেয়ে” বোঝায় না পুরোপুরি।
• সঠিক রূপে “the tallest girl” উল্লেখ করে স্পষ্টভাবে বোঝায় যে রুনা শ্রেণির মধ্যে সর্বোচ্চ উচ্চতার মেয়ে।
• এই নিয়মটি ইংরেজি ব্যাকরণের superlative adjectives সংক্রান্ত মূল নিয়মের অংশ।
সুতরাং, সঠিক বাক্য হলো Runa is the tallest girl in the class.
0
Updated: 1 day ago
Identify the correct sentence.
Created: 2 months ago
A
Feeling herself fall, she clutched in a branch.
B
Feeling herself fall, she clutched on a branch.
C
Feeling herself fall, she clutched by a branch.
D
Feeling herself fall, she clutched at a branch.
• Complete Sentence: Feeling herself fall, she clutched at a branch.
- Bangla Meaning: পড়ে যাচ্ছিল বুঝতে পেরে, সে একটি ডাল আঁকড়ে ধরল।
• Clutch at (phrasal verb with clutch verb)
English Meaning: to try to hold or grab something suddenly or tightly, especially when in danger or panic.
Bangla Meaning: আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা করা।
"আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা" বোঝাতে clutch এর পরে preposition হিসেবে সাধারণত 'at' বসে।
Example Sentence:
- He clutched at the rope as he lost his balance.
- She clutched at his arm in fear.
0
Updated: 2 months ago
He died _____ the injury.
Created: 1 week ago
A
By
B
from
C
For
D
over
এই বাক্যে মৃত্যুর কারণটি একটি বহিরাগত শারীরিক আঘাত, তাই এখানে from ব্যবহার সঠিক। সাধারণত মৃত্যুর কারণ যদি রোগ, আঘাত বা বাহ্যিক কিছু হয়, তখন “die from” ব্যবহৃত হয়। অন্যদিকে “die of” ব্যবহৃত হয় অভ্যন্তরীণ কারণে, যেমন কোনো রোগ বা বার্ধক্যজনিত কারণে মৃত্যুর ক্ষেত্রে।
– Die from ব্যবহৃত হয় বাহ্যিক বা দৃশ্যমান কারণ বোঝাতে, যেমন: He died from the injury.
– Die of ব্যবহৃত হয় অভ্যন্তরীণ কারণ বোঝাতে, যেমন: He died of cancer.
– By, for, এবং over এখানে অর্থগতভাবে ভুল, কারণ এগুলো মৃত্যুর কারণ প্রকাশ করে না।
অতএব, বাক্যে সঠিক পূর্বপদ হলো from।
0
Updated: 1 week ago