What is the compound form of the sentence - 'She kept her promise'?
A
She made a promise to keep
B
She made a promise so that she keep it.
C
She not only made a promise but also kept it.
D
As she made a promise, she kept it.
উত্তরের বিবরণ
এই বাক্যটি একটি যৌগিক বাক্য হিসেবে গঠিত হয়েছে কারণ এতে দুটি স্বাধীন ভাব একত্রিত করা হয়েছে যা একসাথে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
• মূল বাক্য “She kept her promise” একটি সাধারণ ক্রিয়াপদমূলক বাক্য।
• যৌগিক রূপে “She not only made a promise but also kept it” দুটি কার্যক্রমকে একত্রিত করে—প্রথমে প্রতিশ্রুতি দেওয়া এবং পরে তা পালন করা।
• এখানে “not only… but also” যৌগিক সংযোগকারী শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, যা দুটি সমান গুরুত্বের ক্রিয়াকে সংযুক্ত করে।
• অন্য বিকল্পগুলো যেমন “She made a promise to keep”, “She made a promise so that she keep it”, বা “As she made a promise, she kept it” যথাযথ যৌগিক কাঠামো প্রদর্শন করে না।
তাই শুদ্ধ যৌগিক রূপ হলো “She not only made a promise but also kept it”।
0
Updated: 4 hours ago
Exercise regularly in order to stay healthy. (compound)
Created: 2 months ago
A
Exercise regularly or stay healthy.
B
Exercise regularly and you will stay healthy.
C
Regular exercise and should stay healthy.
D
Exercise regularly but stay healthy.
0
Updated: 2 months ago
She said that she was tired. (Compound)
Created: 1 month ago
A
She said but she was tired.
B
She was tired and she said this.
C
She was tired that she said this.
D
That she was tired and she said it.
Complex বাক্যকে Compound-এ রূপান্তর করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যদি Complex sentence-এ that clause থাকে, অর্থাৎ কোনো clause যদি that দিয়ে শুরু হয়, তবে Compound-এ রূপান্তর করার সময় that-এর পরের clause আগে বসে, তারপর and যোগ হয়, এবং শেষে that-এর আগের clause লিখে শেষে it/this যোগ করতে হয়।
-
Complex: I know that he is honest.
Compound: He is honest and I know it. -
Complex: He said that he had gone to Khulna.
Compound: He had gone to Khulna and he said this.
অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) She said but she was tired.
-
এটি একটি Compound Sentence যেখানে দুটি স্বাধীন বাক্য but দ্বারা যুক্ত হয়েছে।
-
অর্থ দাঁড়ায়: সে বলল, কিন্তু সে ক্লান্ত ছিল।
-
এখানে বিরোধ বা বিপরীত ভাব প্রকাশ পাচ্ছে, যা আসল বাক্যের অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
-
-
গ) She was tired that she said this.
-
এটি ভুল বাক্য।
-
এখানে that যুক্ত করার নিয়ম সঠিকভাবে প্রয়োগ হয়নি।
-
অর্থ অস্পষ্ট এবং বাক্যটি ব্যাকরণগতভাবে ত্রুটিপূর্ণ।
-
-
ঘ) That she was tired and she said it.
-
এটিও ভুল বা অসম্পূর্ণ বাক্য।
-
সাধারণত that দিয়ে শুরু হওয়া clause একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হয়, কিন্তু এখানে সেটিকে স্বতন্ত্র বাক্য হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য নয়।
-
0
Updated: 1 month ago
The lunch being over, we left the hotel. (make it compound)
Created: 2 months ago
A
The lunch was over and we left the hotel.
B
The lunch was over but we left the hotel.
C
The lunch was over because we left the hotel.
D
We left the hotel and the lunch was over.
Being যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
Being-এর বাকী অংশে যে tense আছে, being-কেও সেই tense-এ গঠন করতে হবে।
-
দুইটি বাক্যের মাঝে and ব্যবহার করতে হবে।
-
যদি being যুক্ত বাক্যে subject না থাকে, তবে একই subject being অংশের প্রথমে বসাতে হবে।
উদাহরণ:
-
Simple Sentence: The lunch being over, we left the hotel.
-
Compound Sentence: The lunch was over and we left the hotel.
0
Updated: 2 months ago