Choose the passive structure - 'His comment surprised me'.
A
I was surprised by his comment
B
I was surprised at his comment
C
I was surprised for his comment
D
I was surprised to his comment
উত্তরের বিবরণ
বাক্যটির মূল অর্থ হলো ‘তার মন্তব্য আমাকে অবাক করেছিল’। সক্রিয় (active) বাক্যে বিষয় ও ক্রিয়ার সম্পর্ক স্পষ্ট—‘His comment’ হলো বিষয় এবং ‘surprised me’ হলো ক্রিয়া।
• Passive voice এ বাক্যের কাঠামো পরিবর্তিত হয়, যেখানে যিনি ক্রিয়ার প্রভাব অনুভব করেছেন (যেমন ‘I’) তিনি বাক্যের বিষয় হন।
• মূল বাক্য ‘His comment surprised me’ থেকে passive গঠনের জন্য ‘me’ কে বিষয় হিসেবে নিয়ে ‘was surprised’ ক্রিয়াপদ ব্যবহার করা হয়।
• এর ফলে বাক্যটি হয়ে যায় “I was surprised at his comment”, যা grammatical এবং ধ্বনিগতভাবে সঠিক।
0
Updated: 4 hours ago
Choose the correct passive voice:
Someone broke the window.
Created: 2 months ago
A
The window is broken by someone.
B
The window was broken by someone.
C
The window has been broken by someone.
D
The window had been broken by someone.
The correct answer is - খ) The window was broken by someone.
Active Sentence (মূল বাক্য):
-
Someone broke the window.
-
Bangla Meaning: কেউ জানালাটি ভেঙেছিল।
Simple Past Tense Passive Voice Structure:
Subject (object) + was/were + Past Participle (V3) + by + Agent (optional)
-
মূল verb: broke → Past Participle: broken
-
Window → singular noun → ব্যবহার করা হয়েছে was broken
-
By someone → agent হিসেবে ব্যবহার হয়েছে
Other Options (ভুল কারণ):
-
ক) Is broken → Present Simple Passive; কিন্তু মূল বাক্য Past Tense-এ আছে।
-
গ) Has been broken → Present Perfect Passive; বোঝায় কাজটি সম্প্রতি শেষ হয়েছে এবং তার বর্তমান প্রভাব আছে। কিন্তু এখানে সাধারণ অতীতের ঘটনা বলা হয়েছে।
-
ঘ) Had been broken → Past Perfect Passive; বোঝায় অতীতে অন্য কাজের আগে একটি কাজ শেষ হয়েছে। কিন্তু এখানে শুধু সাধারণ অতীতের ঘটনা বলা হয়েছে।
Source: A Passage to the English Language – S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
'He helped me do it'. The passive voice of the sentence is-
Created: 1 week ago
A
It was done by him to help me
B
I was helped by him to do it
C
It was helped me by him to do it
D
I was helped by him do it
“Active voice” এবং “Passive voice” হলো ইংরেজি বাক্যের দুটি প্রধান রূপ। Active voice-এ subject কাজটি করে এবং object কাজের ওপর প্রভাব ফেলে। Passive voice-এ object হলো sentence-এর subject, এবং কাজটি subject-এর ওপর করা হয়। Active sentence “He helped me do it”-তে আমরা দেখতে পাই:
-
Subject: He (সে)
-
Verb: helped (সহায়তা করেছে)
-
Object: me (আমাকে)
-
Complement/Infinitive: do it (এটি করা)
যখন আমরা এই sentence-এর passive voice বানাই, তখন object (“me”) sentence-এর নতুন subject হয়। Active voice-এ subject যিনি কাজটি করেছেন (“He”) তাকে passive voice-এ by + subject আকারে sentence-এ রাখা হয়।
Passive voice গঠনের নিয়ম:
-
Object কে নতুন subject বানাও।
-
Main verb-এর passive form ব্যবহার করো।
-
Original subject কে “by + subject” আকারে রাখো।
-
বাক্যটির অন্য অংশ অপরিবর্তিত রাখো।
“Help” হলো transitive verb, যার সঙ্গে object ব্যবহার করা হয়। Active sentence-এ “help someone do something” রূপটি দেখা যায়। Passive voice-এ এই রূপের নিয়ম হলো:
-
Original object → new subject
-
was/were + past participle of main verb
-
by + original subject
-
infinitive (“to do”) অপরিবর্তিত রাখা হয়
Sentence-এর ধাপ অনুযায়ী passive রূপ:
-
Original sentence: He helped me do it
-
Step 1 (Object becomes subject): Me …
-
Step 2 (Verb passive): was helped …
-
Step 3 (Add original subject with by): was helped by him …
-
Step 4 (Infinitive preserved): was helped by him to do it
এভাবে আমরা পাই: I was helped by him to do it। এখানে:
-
“I” → নতুন subject
-
“was helped” → passive verb
-
“by him” → original subject
-
“to do it” → original infinitive রক্ষা করা হয়েছে
Passive voice ব্যবহারের কারণ এবং গুরুত্ব:
-
Focus on object: কখনও কখনও আমরা চেয়ি কাজের উপর গুরুত্ব দিতে, ব্যক্তি নয়। উদাহরণ: “I was helped by him” → কাজের ফলাফল বোঝায় যে আমাকে সাহায্য করা হয়েছে।
-
Formal writing: পরীক্ষার প্রশ্ন, reports, essays, বা scientific writing-এ passive voice বেশি ব্যবহৃত হয়।
-
Variety in writing: Active voice সবসময় ব্যবহার করলে লেখা একরূপ হয়। Passive voice ব্যবহার করলে sentence structure ভিন্ন হয় এবং readability বৃদ্ধি পায়।
উদাহরণ দিয়ে বোঝা যাক:
-
Active: He solved the problem. → Passive: The problem was solved by him.
-
Active: She painted the wall. → Passive: The wall was painted by her.
-
Active: He helped me do it. → Passive: I was helped by him to do it.
Grammar tips:
-
Passive voice-এ main verb সবসময় was/were + past participle আকারে থাকে।
-
Subject ও object পরিবর্তিত হয়, কিন্তু বাক্যের other parts রক্ষা করা হয়।
-
“Help” verb-এ infinitive to do রাখতে হয়, কারণ এটি সাহায্য করা action নির্দেশ করে।
-
Time expressions বা adverbs passive sentence-এ ঠিক সেই জায়গায় রাখা উচিত। যেমন: “I was helped by him yesterday to do it.”
Exam tips:
-
Active sentence চিহ্নিত করো: subject + verb + object
-
Decide object কে নতুন subject বানাতে হবে।
-
Main verb-কে passive form-এ রূপান্তর করো।
-
Original subject-কে by + subject আকারে রাখো।
-
Sentence-এর অন্যান্য অংশ অপরিবর্তিত রাখো।
Points summary:
-
Active voice: কাজকারী person focused
-
Passive voice: কাজের ফলাফল বা receiver focused
-
Object becomes subject in passive voice
-
Main verb: was/were + past participle
-
Original subject: by + subject
-
Infinitive or complement preserved
0
Updated: 1 week ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 2 months ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.
0
Updated: 2 months ago