ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
A
ভারত ও পাকিস্তান
B
চীন ও ভারত
C
পাকিস্তান ওআফগানিস্তান
D
চীন ও রাশিয়া
উত্তরের বিবরণ
ম্যাকমোহন লাইন এশিয়ার ভূ-রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সীমানা, যা চীন ও ভারতের মধ্যে বিভাজনরেখা হিসেবে বিবেচিত হয়। এই রেখাটি ১৯১৪ সালের সিমলা কনভেনশনে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি ম্যাকমোহনের নামে চিহ্নিত হয়। যদিও ভারত এটিকে বৈধ সীমারেখা হিসেবে মানে, চীন এটিকে উপনিবেশিক চুক্তি হিসেবে অস্বীকার করে, ফলে এ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
• Line of Actual Control (LAC): চীন ও ভারতের মধ্যে কার্যকর নিয়ন্ত্রণরেখা
• Line of Control (LoC): ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন অঞ্চল বিভাজন
• Durand Line: পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা, ১৮৯৩ সালে চিহ্নিত
0
Updated: 4 hours ago
Which is 'Swatch of No Ground'?
Created: 1 month ago
A
Naval port
B
Island
C
Canyon
D
Reflective shield
সোয়াচ অব নো গ্রাউন্ড একটি গভীর সমুদ্র খাদ যা বঙ্গোপসাগরের ভৌগোলিক গঠন ও সমুদ্রবিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিমে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
খাদটির প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২° হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বেঙ্গল ফ্যান ভূমিরূপ এখানেই পাওয়া যায়।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত বেঙ্গল ফ্যানে পলল সরবরাহ করছে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা, যার গভীরতম স্থান প্রায় ১৩৫০ মিটার।
-
এই সাবমেরিন উপত্যকা বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।
0
Updated: 1 month ago
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
Created: 3 months ago
A
চীন ও রাশিয়া
B
চীন ও ভারত
C
ভারত ও পাকিস্তান
D
পাকিস্তান ও আফগানিস্তান
ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমানা নির্ধারণ করেছে।
আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ,
- লাইন অব কন্ট্রোল (LOC ): ভারত ও পাকিস্তান,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC ): ভারত ও চীন,
- ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর,
- ১৬তম প্যারালাল: নামিবিয়া ও অ্যাঙ্গোলা,
- ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম,
- ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার,
- ৩৮তম প্যারালাল: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া,
- ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা,
- ৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ,
- ইংলিশ চ্যানেল: ইংল্যান্ড ও ফ্রান্স,
- ওডার-নাইসে লাইন: পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড,
- গ্রেট চ্যানেল: ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা,
- ডানকান প্যাসেজ: গ্রেট আন্দামান ও লিটন আন্দামান,
- ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স,
- হিনডেন বার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড।
উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
0
Updated: 3 months ago
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা-
Created: 1 month ago
A
সনোরা লাইন
B
ডুরান্ড লাইন
C
ম্যাজিনো লাইন
D
হিন্ডারবার্গ লাইন
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা। এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পৃথক করেছে। এই সীমান্তরেখা ১৮৫৩ সালে স্থির করা হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্তরেখা:
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
-
ম্যাজিনো লাইন: জার্মানি ও ফ্রান্স
0
Updated: 1 month ago