২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হয়?
A
২০১৯ সালে
B
২০২০ সালে
C
২০২১ সালে
D
২০২২ সালে
উত্তরের বিবরণ
কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন হলো CHOGM বা Commonwealth Heads of Government Meeting। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা, গণতন্ত্র, উন্নয়ন ও বৈশ্বিক সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারণই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
• CHOGM এর ২৬তম সভা মূলত ২০২০ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে আয়োজনের সিদ্ধান্ত ছিল।
• পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত হয়।
• স্থগিত হওয়া সম্মেলনটি ২০২২ সালের ২০–২৫ জুন কিগালিতেই অনুষ্ঠিত হয়।
• ইতিহাস অনুযায়ী প্রথম CHOGM অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে সিঙ্গাপুরে।
0
Updated: 4 hours ago
বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 3 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
কমনওয়েলথ
-
সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
-
আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
দাপ্তরিক ভাষা ইংরেজী।
-
বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ (জুলাই ২০২৫ অনুযায়ী)।
-
বাংলাদেশ ১৯৭২ সালে ৩২তম সদস্য হিসেবে যোগ দেয়।
-
১৯৬১ সালে বর্ণবাদ নিয়ে সমালোচনার কারণে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ ত্যাগ করে।
-
পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, পরে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
-
দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে পুনরায় কমনওয়েলথে যোগ দেয়।
0
Updated: 3 months ago
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান?
Created: 1 day ago
A
২০টি
B
১৬টি
C
১৫টি
D
১০টি
কমনওয়েলথ হচ্ছে সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশসমূহের একটি আন্তর্জাতিক সংগঠন, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়। এর রাষ্ট্রপ্রধান হিসেবে ঐতিহাসিকভাবে ব্রিটিশ রাজপরিবারের শাসক দায়িত্ব পালন করে আসছেন।
• বর্তমান কমনওয়েলথ প্রধান তৃতীয় চার্লস, যিনি তার মায়ের মৃত্যুর পর এই দায়িত্ব গ্রহণ করেন
• রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর ২০২২ সালে মৃত্যুবরণ করেন, এবং কমনওয়েলথ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হিসেবে পরিচিত
• তাঁর শাসনামলে তিনি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রানাডাসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন
• কমনওয়েলথে বর্তমানে ৫৬টি সদস্য দেশ রয়েছে, যাদের বেশিরভাগই গণতন্ত্র, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় যুক্ত
0
Updated: 1 day ago
বাংলাদেশ কমনওয়েলথ-এর কততম সদস্য রাষ্ট্র?
Created: 2 days ago
A
৩৬ তম
B
৩৪ তম
C
৩৮ তম
D
৪২ তম
বাংলাদেশ স্বাধীনতার পরপরই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থান গড়ে তোলার প্রচেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশটি প্রথম যে আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে, তা হলো কমনওয়েলথ অব নেশনস।
• কমনওয়েলথ সদস্যপদ: বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথের ৩৪তম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়। এই তথ্যের সরকারি সূত্র হলো কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট **(www.thecommonwealth.org)**।
• প্রথম আন্তর্জাতিক সংস্থা: বাংলাদেশের স্বাধীনতার পর এটি ছিল প্রথম আন্তর্জাতিক সংগঠন, যার সদস্যপদ দেশটি লাভ করে।
• জাতিসংঘ সদস্যপদ: পরবর্তীতে বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
• গুরুত্ব: কমনওয়েলথে যোগদানের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক বিস্তারের সুযোগ পায়।
0
Updated: 2 days ago