বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
A
২০ টি
B
২১ টি
C
১৯ টি
D
২৩ টি
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে তৎসম উপসর্গের সংখ্যা ২০টি—এটি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে প্রাপ্ত উপসর্গের নির্দিষ্ট তালিকার ওপর ভিত্তি করে নির্ধারিত। বাংলা উপসর্গতত্ত্বে স্বীকৃত এই সংখ্যা প্রাচীন ব্যাকরণগ্রন্থ ও আধুনিক ভাষাবিজ্ঞান উভয় সূত্রেই সমর্থিত।
• তৎসম উপসর্গগুলো মূলত সংস্কৃত ধাতু ও শব্দগঠনের নিয়ম 그대로 বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
• এই শ্রেণির উপসর্গ যেমন—অ-, আ-, অভি-, উদ্-, উপ-, অধি-, সু-, দুষ্-, পরা-, প্রতি, ইত্যাদি—অর্থবহন ও শব্দগঠনে নির্দিষ্ট ভূমিকা পালন করে।
• বাংলা ভাষায় উপসর্গসংখ্যা ভিন্ন হতে পারে, তবে তৎসম উপসর্গকে আলাদা শ্রেণি হিসেবে ধরা হয় সংস্কৃত ব্যাকরণিক গঠন সংরক্ষণ করার কারণে।
• ভাষাতত্ত্বের মতে, প্রচলিত বাংলা ব্যাকরণে (যেমন সুশীলকুমার দে বা মূল বাংলা ব্যাকরণ গ্রন্থসমূহে) তৎসম উপসর্গের সংখ্যা ২০-ই স্বীকৃত।
এ কারণে সঠিক উত্তর ২০টি।
0
Updated: 6 hours ago
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়?
Created: 2 months ago
A
গুরুচণ্ডালী দোষে
B
দুর্বোধ্যতা-দোষে
C
বাহুল্য-দোষে
D
উপমার ভুল প্রয়োগ-দোষে
ভাষাগত দোষ ও উদাহরণ
-
গুরুচণ্ডালী দোষ
-
তৎসম + দেশীয় শব্দের ভুল সংযোগে সৃষ্টি হয়।
-
উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুর শকট
-
শবদাহ → শবপোড়া
-
মড়াপোড়া → মড়াদাহ
-
-
-
দুর্বোধ্যতা
-
অপ্রচলিত বা অজানা শব্দ ব্যবহারে বাক্যের যোগ্যতা হারায়।
-
উদাহরণ: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। (প্রপঞ্চ অপ্রচলিত)
-
-
উপমার ভুল প্রয়োগ
-
উপমা অলংকার ঠিকভাবে ব্যবহার না করলে অর্থহানি ঘটে।
-
উদাহরণ: আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো → সঠিক: আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
-
-
বাহুল্য-দোষ
-
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে শব্দের যোগ্যতা কমে।
-
উদাহরণ: দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন → সঠিক: দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
-
0
Updated: 2 months ago
"ণ-ত্ব ও ষ-ত্ব বিধান" কোন ধরনের শব্দে প্রযোজ্য?
Created: 2 months ago
A
দেশি শব্দে
B
তদ্ভব শব্দে
C
তৎসম শব্দে
D
বিদেশি শব্দে
• ণ-ত্ব ও ষ-ত্ব বিধান:
-
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান হলো তৎসম শব্দের বানান সংক্রান্ত নিয়ম।
-
বানানে 'ণ' ও 'ষ' ব্যবহারের নিয়মকেই ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলা হয়।
-
এই বিধান তৎসম শব্দে প্রযোজ্য।
-
বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়।
-
সমাসবদ্ধ শব্দের বানানেও এই বিধান প্রযোজ্য নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
চাঁদ
B
ভবন
C
বাল্তি
D
হরতাল
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে।
কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশিরভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
0
Updated: 1 month ago