প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
A
মালদ্বীপ
B
সন্দ্বীপ
C
হাতিয়া
D
বরিশাল
উত্তরের বিবরণ
চন্দ্রদ্বীপ
-
প্রাচীনকালে বাংলা একটি একক রাজ্য ছিল না।
-
তখন বাংলার বিভিন্ন অঞ্চল অনেক ছোট ছোট ভাগে বিভক্ত ছিল।
যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি। -
চন্দ্রদ্বীপ ছিল এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
-
মধ্যযুগের শেষ দিকে বাখরগঞ্জ জেলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে চন্দ্রদ্বীপ জমিদারি বিস্তৃত ছিল।
-
আজকের বরিশাল জেলা ছিল এই চন্দ্রদ্বীপ অঞ্চলের প্রধান অংশ।
-
মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল খুবই সমৃদ্ধ একটি জনপদ।
-
এটি বালেশ্বর ও মেঘনা নদীর মাঝখানে অবস্থিত ছিল।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি), বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
প্রাচীন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Created: 1 month ago
A
সিলেট
B
বরিশাল
C
কুমিল্লা
D
নোয়াখালী
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
উল্লেখ্য:
- সিলেটের প্রাচীন নাম হরিকেল।
- কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago