মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
A
মানসী
B
বীরাঙ্গনা
C
চিন্তা তরঙ্গিনী
D
কালের শাসন
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা বাংলা কাব্যের এক অনন্য সৃষ্টি। এটি চিঠিপত্রের আকারে লেখা কাব্য, যেখানে মহাভারতের নারীদের হৃদয়ের কথা নতুনভাবে ফুটে উঠেছে।
• বীরাঙ্গনা কাব্যে লেখক নারীদের আবেগ, বেদনা ও প্রতিবাদের স্বরকে সাহসিকতার সাথে তুলে ধরেছেন।
• প্রতিটি চিঠি চরিত্রের ব্যক্তিগত মানসিক অবস্থাকে এমনভাবে প্রকাশ করে, যা বাংলা কাব্যে আগে তেমন দেখা যায়নি।
• মধুসূদনের ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য সাহিত্যপাঠ তাঁর ভাষা, দৃষ্টিভঙ্গি ও কাব্যরীতিতে বিশেষ প্রভাব ফেলেছে।
• কাব্যটি বাংলা সাহিত্যে ইপিস্টোলারি কবিতার স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করে।
• বীরাঙ্গনা‐তে ব্যবহৃত উচ্চাঙ্গ ভাষা, তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও চরিত্রদের মানবিক দৃষ্টিভঙ্গি এটিকে স্থায়ী গুরুত্ব প্রদান করেছে।
0
Updated: 6 hours ago
'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
সৈয়দ শামসুল হক
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
আহসান হাবীব
শামসুর রাহমান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি ও সাহিত্যিক, যিনি তার জীবন ও রচনায় বাংলা কবিতা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সাহিত্যিক যাত্রা খুবই প্রভাবশালী এবং যুবকালের থেকেই তার প্রতিভা উজ্জ্বল হয়েছিল।
শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন।
-
মাত্র আঠারো বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন।
-
১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ১৩ জন তরুণ কবির কবিতার সঙ্কলন ‘নতুন কবিতা’ তে পাঁচটি কবিতা প্রকাশ করেন, যা তার কবি পরিচয়কে সাহিত্যসুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল।
কাব্যগ্রন্থসমূহ
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
অন্ধকার থেকে আলোয়
-
হরিণের হাড়
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
অবিরল জলাভূমি
উপন্যাসসমূহ
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
-
অদ্ভুত আঁধার এক
0
Updated: 1 month ago
‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 3 weeks ago
A
মহাপৃথিবী
B
মাল্যদান
C
রূপসী বাংলা
D
ঝরা পালক
0
Updated: 3 weeks ago
’চিত্তনামা’ কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
প্রবন্ধ
B
কাব্য
C
নাটক
D
গল্প
'চিত্তনামা' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়, যা কাজী নজরুল ইসলামের সমকালীন প্রেক্ষাপটে রচিত। ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিংয়ে মৃত্যুবরণ করলে কবি শোকাহত হয়ে সমকালীন পত্রিকায় কবিতা রচনা করেন এবং সেই কবিতাগুলো সংগ্রহ করে 'চিত্তনামা' প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থের প্রকাশ: ১৯২৫
-
প্রেক্ষাপট: চিত্তরঞ্জন দাশের মৃত্যু ও তার প্রভাব
-
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙার গান
-
সন্ধ্যা
-
0
Updated: 1 month ago