'চৈতন্য -ভাগবত' রচনা করেন কে?
A
বিদ্যাপতি
B
জ্ঞানদাস
C
বৃন্দাবন দাস
D
গোবিন্দ দাস
উত্তরের বিবরণ
বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সন্তজীবনী গ্রন্থ এবং ধর্মীয় পুরুষ কৃষ্ণ চৈতন্য ওরফে বিশ্বম্ভর মিশ্রের (১৪৭৮-১৫৩৩) অসামান্য জীবনের প্রামাণিক দীর্ঘতম আদি রচনা। জাগতিক রীতিতে রচিত চৈতন্য ভাগবত, যাঁকে ভক্তকুল স্বয়ং কৃষ্ণ হিসেবে বরণ করেছিল, সে চৈতন্যের বিস্ময়কর আবির্ভাব বর্ণনা করেছে।
0
Updated: 6 hours ago
রামায়ণের রচিয়তা -
Created: 3 weeks ago
A
রত্নাকর দস্যু
B
কবীন্ত্র পরমেশ্বর
C
কৃতিবাস ওজা
D
মাগন ঠাকুর
0
Updated: 3 weeks ago
'স্বাধীনতা ও সংস্কৃতি' - প্রবন্ধটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
সোমেন চন্দ
B
সিরাজুল ইসলাম চৌধুরী
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সিরাজুল ইসলাম চৌধুরী একজন খ্যাতিমান প্রাবন্ধিক ও অধ্যাপক। তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ হলো “স্বাধীনতা ও সংস্কৃতি”।
-
জন্ম: ১৯৩৬ সালের ২৩শে জুন, বিক্রমপুরের বাড়ৈখালিতে।
-
পরিচিতি: তিনি মূলত প্রাবন্ধিক, অধ্যাপক ও সাহিত্য বিশ্লেষক হিসেবে খ্যাত।
-
পুরস্কার ও সম্মাননা: লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, একুশে পদক, এবং ঋষিজ পদক লাভ করেছেন।
-
রচিত গল্প: “ভালো মানুষের জগৎ”, “দরজাটা খোলো”।
0
Updated: 1 month ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থের রচনা করেছেন কে?
Created: 1 month ago
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
গোলোকনাথ শর্মা
রামরাম বসু রচিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ ১৮০১ সালে প্রকাশিত হয়। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)।
-
এজন্য তিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন।
0
Updated: 1 month ago