'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
প্রমথ চৌধুরী
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হিসেবে পরিচিত।
• প্রমথ চৌধুরী ছিলেন সাহিত্যে প্রগতিশীল ধারার প্রবক্তা এবং সাহিত্যিক, যিনি বিভিন্ন যুগের সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
• তিনি মূলত সাহিত্য, সংস্কৃতি এবং সমকালীন সমাজ নিয়ে লেখালিখি করতেন, যা পত্রিকাটিকে বিশিষ্টতা প্রদান করেছিল।
• সবুজপত্র পত্রিকায় তার সম্পাদনার মাধ্যমে সাহিত্যচর্চা নতুন মাত্রা পায় এবং নবসৃষ্ট সাহিত্যিকদের কৃতিত্ব প্রকাশের সুযোগ তৈরি হয়।
• বাংলা সাহিত্যকেন্দ্রে এটি বিশেষভাবে প্রমথ চৌধুরীর সাহিত্যিক দৃষ্টিভঙ্গি ও প্রগতিশীল চিন্তাকে প্রতিফলিত করেছিল।
0
Updated: 5 hours ago
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Created: 3 months ago
A
১৯২৬ সালে
B
১৯২৭ সালে
C
১৯২৮ সালে
D
১৯২৯ সালে
শিখা পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৭ সালে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রথম প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: আবুল হোসেন
-
উক্তি: "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" – প্রতিটি সংখ্যায় লেখা থাকতো।
-
মোট সংখ্যা: ৫টি
-
প্রথম সংখ্যা (১৯২৭): সম্পাদক – আবুল হোসেন
-
দ্বিতীয় সংখ্যা (১৯২৮) ও তৃতীয় সংখ্যা (১৯২৯): সম্পাদক – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা (১৯৩০): সম্পাদক – আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা (১৯৩১): সম্পাদক – আবুল ফজল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 3 months ago
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
প্রমথ চৌধুরী
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়াও তিনি আরও কিছু পত্রিকা সম্পাদনা করেন: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ণ, সংবাদ সাধুরঞ্জন ।
0
Updated: 3 months ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-
0
Updated: 1 month ago