অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে?
A
আবুল ফজল
B
মাহবুব উল আলম
C
হাসান হাফিজুর রহমান
D
আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরের বিবরণ
অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি সেই সময়কার সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার প্রকাশ হিসেবে ধরা হয়। সংকলনটি বিভিন্ন লেখক ও কবির রচনা সংগ্রহ করে তৈরি করা হয়েছে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি উৎসর্গীকৃত।
• সংকলনটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান, যিনি সেই সময়কার সাহিত্যিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
• ‘একুশে ফেব্রুয়ারি’ শিরোনামটি শহীদ দিবস এবং মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে রাখা হয়েছে।
• সংকলনে সময়োপযোগী কবিতা, প্রবন্ধ ও স্মৃতিকথা অন্তর্ভুক্ত রয়েছে, যা বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান রাখে।
• এটি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত সাহিত্যের অন্যতম প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 5 hours ago
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা-
Created: 2 weeks ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
আজিজননেহার
উ. দিগদর্শন
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা ছিল ‘দিগদর্শন’, যা ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশনার সূচনা ঘটায় এবং বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক যুগান্তকারী ভূমিকা রাখে। এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন সেরামপুর মিশন প্রেস, যা পরিচালনা করতেন বিশপ উইলিয়াম কেরি ও তাঁর সহকর্মীরা।
‘দিগদর্শন’-এর মূল উদ্দেশ্য ছিল সমাজে শিক্ষা, জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতির বিস্তার ঘটানো। পত্রিকাটি মূলত শিক্ষিত ও চিন্তাশীল পাঠকের জন্য রচিত হয় এবং এতে বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, ভূগোল, সাহিত্য ও সাধারণ জ্ঞানের নানা বিষয় প্রকাশ পেত। এটি শুধু একটি সংবাদপত্র ছিল না; বরং একটি জ্ঞানমূলক সাময়িক পত্রিকা, যা পাঠকদের মধ্যে নতুন চিন্তার দ্বার উন্মুক্ত করে দেয়।
এই পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর দ্বিভাষিক রূপ—বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশ পেত। এর মাধ্যমে একদিকে ইংরেজি শিক্ষিত সমাজ বাংলা ভাষার সঙ্গে পরিচিত হতে পারত, অন্যদিকে বাংলাভাষী পাঠকরা ইউরোপীয় জ্ঞান ও ভাবধারার সঙ্গে সংযোগ স্থাপন করত। ফলে, ‘দিগদর্শন’ শুধু একটি পত্রিকা নয়, বরং বাংলা রেনেসাঁর সূচনাপর্বের একটি অনুঘটক হয়ে ওঠে।
এই পত্রিকা বাংলা ভাষায় গদ্য লেখার ধারা গড়ে তুলতে সাহায্য করে। তখন বাংলা ভাষায় গদ্য রচনা সীমিত ছিল, কিন্তু ‘দিগদর্শন’-এর লেখাগুলো পাঠকদের মধ্যে গদ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করে। এর মাধ্যমে বাংলা গদ্যভাষার বিকাশ ঘটে, যা পরবর্তীতে বাংলা সাহিত্য ও সাংবাদিকতার পথ সুগম করে।
‘দিগদর্শন’-এর পর ১৮১৮ সালের জুন মাসেই একই মিশন প্রেস থেকে প্রকাশিত হয় আরেকটি পত্রিকা ‘সমাচার দর্পণ’, যা সংবাদভিত্তিক ছিল। তবে প্রথম সাময়িক বা জ্ঞানবহ পত্রিকা হিসেবে ‘দিগদর্শন’-ই অগ্রগণ্য।
অতএব, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হলো ‘দিগদর্শন’, যা বাংলা সাংবাদিকতা ও জ্ঞানচর্চার ইতিহাসে এক অমলিন সূচনা হিসেবে চিহ্নিত।
0
Updated: 2 weeks ago
কোন পত্রিকা ব্রাহ্মসমাজের মুখপত্র ছিলো?
Created: 2 months ago
A
ভারতী
B
তত্ত্ববােধিনী
C
পরিচয়
D
সওগাত
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে প্রকাশিত হয়। এটি ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল ব্রাহ্মধর্মের প্রচার এবং সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা।
পত্রিকায় লিখতেন উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকরা, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়।
যদিও মূলত বেদান্ত-ভিত্তিক ব্রহ্মবিদ্যার প্রচারই পত্রিকার লক্ষ্য ছিল, তবুও এতে প্রকাশিত হত জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান রচনা।
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়। অক্ষয়কুমারের পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
0
Updated: 2 months ago
'বেঙ্গল গেজেট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
হেনরি ডিরোজিও
C
জেম্স অগাস্টাস হিকি
D
উইলিয়াম জোন্স
বেঙ্গল গেজেট ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে পরিচিত।
মূল তথ্যসমূহ:
-
১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়, পত্রিকাটির সম্পাদক ছিলেন জেম্স অগাস্টাস হিকি।
-
পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি এবং সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা প্রকাশিত হতো।
-
একটি বিশেষ অংশ ছিল ‘পোয়েটস্ কর্নার’, যেখানে সাহিত্যিক লেখা প্রকাশিত হতো।
-
প্রথম মাস দশেক পত্রিকায় কোনো রাজনৈতিক বা বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয়নি।
-
পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা প্রকাশিত হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ফোর্ট উইলিয়াম থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, যার মাধ্যমে ডাকঘরের মাধ্যমে পত্রিকা বিতরণ বন্ধ করা হয়।
0
Updated: 2 months ago