A
আম
B
কাঁঠাল
C
কলা
D
পেঁপে
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় প্রতীক
-
জাতীয় ফল: কাঁঠাল – এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফল এবং খুবই পুষ্টিকর।
-
জাতীয় পাখি: দোয়েল – ছোট আকৃতির এই পাখি সুরেলা গানের জন্য পরিচিত।
-
জাতীয় গাছ: আম গাছ – এর ফল আম খুবই জনপ্রিয় এবং গাছটি আমাদের সংস্কৃতির অংশ।
-
জাতীয় মাছ: ইলিশ – এটি খুবই সুস্বাদু এবং বাংলাদেশের নদ-নদীতে পাওয়া যায়।
-
জাতীয় ফুল: শাপলা – পানিতে ফোটা এই ফুলটি খুবই সুন্দর এবং আমাদের জাতীয় পরিচয়ের অংশ।
-
জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার – এটি বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায় এবং শক্তির প্রতীক।
-
জাতীয় দিবস: ২৬শে মার্চ – এই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago