স্বাধীনতা যুদ্ধে অবদানের ৭ জনজন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেন কত জন?
A
৭ জন
B
৬৮ জন
C
১৭৫ জন
D
৪২৬ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য যোদ্ধাদের চারটি শ্রেণিতে রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়। সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ, যা পান ৭ জন শহীদ। এর নিচে বীরউত্তম উপাধি প্রদান করা হয়েছে ৬৮ জনকে। বীরবিক্রম খেতাব পেয়েছেন ১৭৫ জন এবং সর্বাধিক যোদ্ধা বীরপ্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন ৪২৬ জন। এসব খেতাব মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এবং স্বাধীনতার ইতিহাসে তাঁদের স্থায়ী সম্মান নিশ্চিত করে।
• বীরশ্রেষ্ঠ: ৭ জন
• বীরউত্তম: ৬৮ জন
• বীরবিক্রম: ১৭৫ জন
• বীরপ্রতীক: ৪২৬ জন
0
Updated: 7 hours ago
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাষ্ট্ৰীয় খেতাব দেয়া হয়েছে?
Created: 3 weeks ago
A
৪২৬
B
৬৭৫
C
৬৭৬
D
৫৭৬
মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক খেতাব দেয়া হয়। এর মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন এবং বীরপ্রতীক ৪২৬ জন। (মনে রাখুন এভাবে ০১৭, ৬৮, ১৭৫, ৪২৬)
0
Updated: 3 weeks ago