বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়ন ও নীতি নির্ধারণে নির্দিষ্ট সময়পর্বে নানা জাতীয় নীতি প্রণয়ন করা হয়। এর মধ্যে জাতীয় স্বাস্থ্য নীতিমালা ২০১১ সালে প্রণীত হয়, যার লক্ষ্য ছিল সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। একই বছরে প্রণীত হয় জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১, যা নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমতাকে গুরুত্ব দেয়। নীতিমালা প্রণয়নের ধারাবাহিকতায় ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি অনুমোদিত হয় যা শিক্ষা খাতের কাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে।
-
জাতীয় স্বাস্থ্য নীতি: ২০১১
-
জাতীয় নারী উন্নয়ন নীতি: ২০১১
-
জাতীয় শিক্ষানীতি: ২০১০
-
জাতীয় জনসংখ্যা নীতি: ২০১২
-
জাতীয় প্রবীণ নীতি: ২০১৩
0
Updated: 7 hours ago
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণি পর্যন্ত?
Created: 1 day ago
A
৬ষ্ঠ-৮ম শ্রেণি
B
৮-১০ শ্রেণি
C
৯ম-১০ শ্রেণি
D
৯ম-দ্বাদশ শ্রেণি
২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তর নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই নীতিতে শিক্ষা কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়, যেখানে প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করা হয় এবং মাধ্যমিক শিক্ষা দুই ধাপে বিভক্ত হয়।
• মাধ্যমিক (Secondary): ৯ম–১০ম শ্রেণি
• উচ্চ মাধ্যমিক (Higher Secondary): ১১ম–১২ম শ্রেণি
• ২০১০ সালের শিক্ষানীতির আগে মাধ্যমিক ছিল ৬ষ্ঠ–১০ম শ্রেণি, যা সংস্কারের মাধ্যমে উচ্চতর কাঠামোতে রূপান্তর করা হয়।
• এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মানোন্নয়ন, সমতা এবং আধুনিক কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়।
0
Updated: 1 day ago