সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
A
জনস্বাস্থ্য ও নৈতিকতা
B
সুযোগের সমতা
C
মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
D
জাতীয় সংস্কৃতি
উত্তরের বিবরণ
সংবিধানের ১৫ অনুচ্ছেদে “মৌলিক প্রয়োজনের ব্যবস্থা” বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এতে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারিত। এই অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় জীবনধারার উপকরণ ও সুবিধা নিশ্চিত করতে হবে। এখানে শুধু খাদ্য বা আশ্রয় নয়, মানুষের কর্মসংস্থান, বিশ্রাম, অবসর এবং সামাজিক নিরাপত্তাকেও মৌলিক প্রয়োজন হিসেবে বিবেচনা করা হয়েছে।
-
রাষ্ট্র নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করবে
-
কর্মের অধিকার এবং ন্যায্য মজুরিতে কাজের সুযোগ প্রদান রাষ্ট্রের দায়িত্ব
-
বিশ্রাম ও অবসর মানবিক অধিকার হিসেবে স্বীকৃত
-
দারিদ্র্য, বার্ধক্য, অসুস্থতা বা অক্ষমতার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এই অনুচ্ছেদের অংশ
0
Updated: 7 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
Created: 7 hours ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা BPSC হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে কাজ করে। বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে এই কমিশন গঠনের বিধান উল্লেখ রয়েছে। কমিশনের কাঠামো, নিয়োগ পদ্ধতি ও কার্যপরিধি আইন দ্বারা নির্ধারিত এবং এটি প্রশাসনিকভাবে স্বাধীনভাবে কাজ করে।
• BPSC একজন সভাপতি এবং আইন অনুযায়ী নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে গঠিত।
• প্রতিষ্ঠানটি মূলত সরকারি চাকরিতে নিয়োগ, পদোন্নতি ও পরীক্ষা গ্রহণ পরিচালনা করে।
• বিশেষ করে বিসিএস (BCS) পরীক্ষা আয়োজন ও পরিচালনা BPSC-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।
0
Updated: 7 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago