‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
A
লাইবেরিয়া
B
কঙ্গো
C
সোমালিয়া
D
সুদান
উত্তরের বিবরণ
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত এবং এটি বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি মানবিক উদ্যোগ। ২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি বাহিনীর সদস্যরা স্থানীয় শিশু-কিশোরদের জন্য শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠা করেন। এই কেন্দ্রটি শুধু শিক্ষাকেন্দ্র নয়, বরং লাইবেরিয়ার যুদ্ধোত্তর পরিস্থিতিতে স্থানীয় জনগণের মানসিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে শিক্ষার পাশাপাশি কমিউনিটি সাপোর্ট, গ্রন্থাগার সুবিধা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রতিফলন হিসেবে এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি উদ্যোগ।
0
Updated: 7 hours ago
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
Created: 1 day ago
A
চট্টগ্রাম
B
পাকশি
C
সৈয়দপুর
D
আখাউড়া
বাংলাদেশে রেল ব্যবস্থা পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কিছু স্থাপনা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত, যেখানে ইঞ্জিন ও কোচ মেরামতসহ বিভিন্ন যান্ত্রিক কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর, যার নকশা প্রণয়ন করেন স্থপতি বব বুই।
• দেশের বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, নির্মাণ: ১৯১৫, অবস্থান: পাবনার পাকশি
• হার্ডিঞ্জ ব্রিজ এখনও উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
• উপমহাদেশে রেল যোগাযোগের সূচনা করেন লর্ড ডালহৌসি, সময়: ১৮৫০ সাল
• রেল চালু হওয়ার পর ভারতীয় উপমহাদেশে পরিবহন ও বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসে
0
Updated: 1 day ago
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের
Created: 2 months ago
A
বিপরীত
B
সাংঘর্ষিক
C
পরিপূরক
D
উপরের সবগুলো
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন: - মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক। - মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। - মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। - মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। - সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। - মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়। তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক।
- মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
- মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে।
- মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম?
Created: 2 months ago
A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।
0
Updated: 2 months ago