A
১১/৮০
B
১১/২০
C
১/৯
D
১/৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: 
সমাধান:


0
Updated: 4 weeks ago
10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
Created: 2 days ago
A
9%
B
9.2%
C
৪%
D
8.2%
প্রশ্ন: 10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
সমাধান:
10% হারে মুনাফা = (3000 × 1 × 10)/100= 300 টাকা
8% হারে মুনাফা = (2000 × 1 × 8)/100 = 160 টাকা
মোট মুনাফা = 300 + 160 = 460 টাকা
মোট আসল =(3000 + 2000 ) = 5000 টাকা
5000 টাকায় সুদ হয় 460 টাকা
1 টাকায় সুদ হয় 460/5000 টাকা
100 টাকায় সুদ হয় (460 × 100)/5000 টাকা
= 9.2%

0
Updated: 2 days ago
A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to an 8% salary increase. What was this worker's salary before the new contract?
Created: 5 days ago
A
22000 TK.
B
22500 TK.
C
24000 TK.
D
25400 TK.
Question: A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to an 8% salary increase. What was this worker's salary before the new contract?
Solution:
ধরি, কর্মীর পূর্বের বেতন = x টাকা।
6% বৃদ্ধিতে বেতন = x + x এর 6%
= x + (6x/100) = 106x/100
বোনাস হিসেবে 450 টাকা যোগ করলে মোট বেতন = (106x/100) + 450
8% বৃদ্ধিতে বেতন = x + x এর 8%
= x + (8x/100) = (108x/100)
প্রশ্নমতে,
(106x/100) + 450 = (108x/100)
⇒ 450 = (108x/100) - (106x/100)
⇒ 450 = (2x/100)
⇒ x = (450 × 100)/2
∴ x = 22500
অর্থাৎ, কর্মীর পূর্ববর্তী বেতন ছিল 22500 টাকা।

0
Updated: 5 days ago
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
Created: 3 months ago
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%

0
Updated: 3 months ago