সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-
A
আইন-ই-আকবরী
B
বাঙালির ইতিহাস
C
ঐতরেয় আরণ্যক
D
রঘুবংশ
উত্তরের বিবরণ
ঐতিহাসিক উৎস অনুযায়ী ‘বঙ্গ’ নামটি প্রাচীনকালে ব্যবহৃত হতো এবং এই নামের উল্লেখ পাওয়া যায় ধর্মগ্রন্থ ও প্রাচীন সাহিত্যে। ভাষা ও জনপদের বিবর্তনের ধারায় ‘বঙ্গ’ থেকে ধীরে ধীরে ‘বাংলা’ শব্দের ব্যবহার প্রতিষ্ঠা পায়। বিশেষত মুসলিম শাসনামলে প্রশাসনিক কাঠামো ও সাহিত্যচর্চার কারণে ‘বাংলা’ শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে।
• ‘বঙ্গ’ নামের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
• ‘বাংলা’ শব্দটি প্রথম দেশবাচক অর্থে ব্যবহৃত হয় সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে।
• ঐতিহাসিকভাবে বাংলা অঞ্চলটি সংষ্কৃতি, ভাষা ও সভ্যতায় সমৃদ্ধ একটি জনপদ ছিল।
• সময়ের ধারায় ‘বঙ্গ’, ‘বাঙ্গালা’ হয়ে আধুনিক ‘বাংলা’ নামটির রূপ স্থায়ী হয়েছে।
0
Updated: 7 hours ago