জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?
A
যুক্তরাজ্যে
B
চীনে
C
যুক্তরাষ্ট্রে
D
জাপানে
উত্তরের বিবরণ
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচ্চশিক্ষা, গবেষণা এবং নীতি উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় একটি উল্লেখযোগ্য সংস্থা। এটি বৈশ্বিক শান্তি, উন্নয়ন, পরিবেশ এবং নীতি গবেষণায় কাজ করে। অন্যদিকে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষাবিষয়ক গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দুটি প্রতিষ্ঠানের অবস্থান ও লক্ষ্য আলাদা হলেও আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
• জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত, প্রতিষ্ঠা ১৯৭৩ সালে।
• এটি জাতিসংঘের থিংক-ট্যাঙ্ক হিসেবে পরিচিত এবং বৈশ্বিক গবেষণা পরিচালনা করে।
• সার্ক বিশ্ববিদ্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত।
• এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে।
0
Updated: 8 hours ago
আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত?
Created: 1 day ago
A
১২ জন
B
১৪ জন
C
১৬ জন
D
১৫ জন
আন্তর্জাতিক আদালত বা International Court of Justice (ICJ) হচ্ছে জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা, যেখানে রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টা পরিচালিত হয়।
• আদালতটির সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এবং এটি জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিষ্ঠিত।
• ICJ–এ বিচারকের সংখ্যা ১৫ জন এবং তারা ৯ বছরের জন্য নির্বাচিত হন; পাশাপাশি পুনর্নির্বাচনের সুযোগও রয়েছে।
• এখানে ব্যক্তি পর্যায়ের অপরাধ বিচার করা হয় না; শুধুমাত্র রাষ্ট্র–রাষ্ট্র বিরোধ নিষ্পত্তি করা হয়।
• অন্যদিকে International Criminal Court (ICC)–ও হেগে অবস্থিত, তবে এটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয় এবং ব্যক্তি পর্যায়ে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার করে।
0
Updated: 1 day ago
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৪৮
B
১৯৪৬
C
১৯৪৫
D
১৯৪৭
জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক শান্তি, সহযোগিতা ও মানবাধিকারের ভিত্তিতে একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং সেই দিনটি এখন জাতিসংঘ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
-
প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ
-
অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের উন্নয়নেও জাতিসংঘ কাজ করে
-
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি দেশ
-
সর্বশেষ এবং ১৯৩তম সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান, যা ২০১১ সালে যোগ দেয়
0
Updated: 1 day ago
কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করে?
Created: 1 day ago
A
শিশুমৃত্যু হ্রাস
B
মাতৃমৃত্যু হ্রাস
C
প্রসূতিমৃত্যু হ্রাস
D
শিক্ষাহার বৃদ্ধি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে মানবকল্যাণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদানের জন্য একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এসব পুরস্কার তার বৈশ্বিক স্বীকৃতি ও রাষ্ট্র পরিচালনায় সফলতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
• ২০১০ সালে MDG Award পান শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যের জন্য
• ২০১১ সালে South South Award প্রদান করা হয় উন্নয়ন সহযোগিতা ও নেতৃত্বের জন্য
• ২০১৪ সালে Peace Tree (শান্তিবৃক্ষ) পান বৈশ্বিক শান্তি ও সহযোগিতা প্রচেষ্টায় অবদানের স্বীকৃতিস্বরূপ
• ২০১৫ সালে Champions of the Earth পান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ গ্রহণের জন্য
• ২০১৬ সালের Planet 50:50 পুরস্কার পান নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা অগ্রগতির জন্য
• ২০১৯ সালে Vaccine Hero ও Champion of Skill Development for Youth পুরস্কারে ভূষিত হন জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার জন্য
0
Updated: 1 day ago