২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচিত্র হলো-
A
প্যারাসাইট
B
নোম্যাডল্যান্ড
C
সিনারি
D
ম্যারেজ স্টোরি
উত্তরের বিবরণ
অস্কার পুরস্কারকে বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়, তাই একে অনেকসময় চলচ্চিত্র জগতের নোবেল পুরস্কার বলা হয়। এর আনুষ্ঠানিক নাম Academy Award এবং এটি প্রদান করে Academy of Motion Picture Arts and Sciences (AMPAS)। চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, প্রযুক্তিগত দক্ষতা ও শিল্পমান মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।
• অস্কারের অন্যনাম Academy Award।
• এটি চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পরিচিত।
• ৯৫তম অস্কার (২০২৩)-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায় Everything Everywhere All at Once।
• পুরস্কারটি প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রদান করা হয়।
0
Updated: 8 hours ago