পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?
A
হিমালয় পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
আন্দিজ পর্বতমালা
D
আলাস্কা পর্বতমালা
উত্তরের বিবরণ
দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, যা একাধিক দেশজুড়ে বিস্তৃত। তবে সবচেয়ে দীর্ঘ হওয়া সত্ত্বেও এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা নয়। উচ্চতার ভিত্তিতে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হলো হিমালয় এবং এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার। বাংলাদেশের পর্বতভূমির অবস্থান ভিন্ন, এখানে সমতল ভূমি বেশি হলেও উল্লেখযোগ্য পর্বতশ্রেণি রয়েছে।
• আন্দিজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতমালা, অবস্থান দক্ষিণ আমেরিকায়।
• বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
• বাংলাদেশে বৃহত্তম পাহাড় গারো পাহাড়।
• বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং (বিজয়)।
0
Updated: 8 hours ago
আগ্নেয় পর্বতের আরেক নাম কী?
Created: 2 months ago
A
অববাহিকা পর্বত
B
ভাঁজজাত পর্বত
C
সঞ্চয়জাত পর্বত
D
ক্ষয়জাত পর্বত
আগ্নেয় পর্বত:
-
আগ্নেয় পর্বত গঠিত হয় আগ্নেয়গিরি থেকে উদগিরিত লাভা, ছাই ও অন্যান্য পদার্থ জমাট বেঁধে।
-
এগুলোকে সঞ্চয়জাত পর্বতও বলা হয়।
-
সাধারণত এগুলোর আকার মোচাকৃতির (Conical) হয়।
-
উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুবো।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago