বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?
A
মোঙ্গলয়েড
B
অস্ট্রালয়েড
C
ককেশয়েড
D
নিগ্রয়েড
উত্তরের বিবরণ
বাঙালি জাতির গঠন দীর্ঘ ঐতিহাসিক ধাপ অতিক্রম করে তৈরি হয়েছে এবং এই গঠন প্রক্রিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাব রয়েছে। অধিকাংশ গবেষকের মতে বাঙালির মূল ভিত্তি অস্ট্রিক বা অস্ট্রালয়েড জনগোষ্ঠী থেকে এসেছে।
• অস্ট্রিক জনগোষ্ঠীকে ‘নিষাদ জাতি’ নামেও উল্লেখ করা হয় এবং তারা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন জাতিগোষ্ঠী।
• পরবর্তীতে আর্য, দ্রাবিড়, তিব্বতী-বর্মীসহ অন্যান্য জাতির সংযোগে বাঙালি জাতির বিস্তৃত সাংস্কৃতিক ও জৈবিক গঠন তৈরি হয়।
• ভাষা, সংস্কৃতি, লোকজ ধারা ও শারীরিক বৈশিষ্ট্য থেকে স্পষ্ট যে বাঙালি একটি সংকর জাতি, যার পরিচয় বহুসাংস্কৃতিক ও ঐতিহাসিক মিশ্রণের প্রতিফলন।
• এই মিশ্রণই বাঙালির ভাষা, জীবনধারা, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
0
Updated: 8 hours ago
’মারমা’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান কোথায়?
Created: 1 month ago
A
সিলেট
B
খাগড়াছড়ি
C
রাজশাহী
D
বগুড়া
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী; মূলত তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে।
প্রায়শই তাদের আল জনগোষ্ঠী হিসেবে দেখা হয়।
1991 সালের আদশুমারি অনুযায়ী বাংলাদেশের মারমা জনসংখ্যা 1,57,301; 2022 সালের আদমশুমারিতে সংখ্যা 2,24,299 জন।
মারমারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত; তাদের নিজস্ব ভাষা আছে।
ভাষাতাত্ত্বিকদের মতে, মারমাদের ভাষা ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
বর্ণমালার নাম ম্রাইমাজা; বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুসারী বর্ণমালা।
ব্রাহ্মী লিপি মত পুরোনো ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত উপমহাদেশীয় প্রাচীন লিপি।
0
Updated: 1 month ago
বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী-
Created: 1 month ago
A
গারো
B
খাসিয়া
C
সাঁওতাল
D
ক + খ
গারো ও খাসিয়া হলো বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা পৃথক বংশোদ্ভূত হলেও উভয়ই নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিক প্রথা অনুসরণ করে।
খাসিয়া:
-
বাংলাদেশে বসবাসকারী একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জিলা।
-
বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা-তে ছড়িয়ে আছে।
-
অধিকাংশই সীমান্ত অঞ্চলে বসবাস করে।
-
গায়াইনঘাট ও জৈন্তাপুর এবং জৈন্তাপুর ও জোয়াই এলাকার মাঝখানে অনেক খাসিয়া বসতি রয়েছে।
-
গ্রামকে পুঞ্জি বলা হয়।
-
পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
গারো:
-
মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জিলা-তে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
-
বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জিলা-তেও গারোরা বাস করে।
-
ভাষা অনুযায়ী বোডো-মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী-এর অন্তর্ভুক্ত।
-
জাতিগত পরিচয়ে অনেক গারো নিজেকে মান্দি বলে পরিচয় দেন।
-
গারোদের ভাষায় 'মান্দি' অর্থ মানুষ।
-
সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
-
প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব: ওয়ানগালা।
0
Updated: 1 month ago