A
ax2 + bx + c = 0
B
y2 = ax
C
x2 + y2 = 16
D
y2 = 2x + 7
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
সমাধান:
বৃত্তের সমীকরণে বৈশিষ্ট্য:
i) সমীকরণটি x এবং y এর দ্বিঘাত সমীকরণ।
ii) সমীকরণে x2 এবং y2 এর সহগ সমান।
iii) xy সম্বলিত পদ নেই।
আমরা জানি,
(a, b) কেন্দ্র এবং ব্যাসার্ধ r হলে বৃত্তের সমীকরণ হবে,
(x - a)2 + (y - b)2 = r2
সুতারাং x2 + y2 = 16 বৃত্তের সমীকরণ হবে।

0
Updated: 4 weeks ago
নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?
Created: 1 week ago
A
y - 5x + 2 = 0
B
y = 4x - 1
C
3y + 2x - 6 = 0
D
y(2 - x) = 3
প্রশ্ন: নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?
সমাধান:
y = 4x - 1,
3y + 2x - 6 = 0 এবং,
y - 5x + 2 = 0
অপশনে উল্লিখিত উপরের সমীকরণ তিনটিতে xy সংবলিত পদ নেই।
কিন্তু,
y(2 - x) = 3
বা 2x - xy = 3, এই সমীকরণে xy সংবলিত পদ আছে তাই এটি সরলরেখা হবে না।

0
Updated: 1 week ago