কম্পিউটার নিচের কোন ভাষাটির ব্যবহার করে?
A
প্রসেসিং
B
বাইনারি
C
কিলোবাইট
D
প্রতিনিধিত্বমূলক
উত্তরের বিবরণ
ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
0
Updated: 9 hours ago
নিচের কোনটি কম্পিউটারের প্রধান মেমোরি?
Created: 2 months ago
A
ফ্লপি ডিস্ক
B
ইউএসবি ড্রাইভ
C
এসএসডি
D
র্যাম
মেমোরি বা স্মৃতি ইউনিট:
-
কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশনা ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রদান করা হয়, তা কম্পিউটারের স্মৃতি ইউনিটে সংরক্ষিত হয়।
-
কম্পিউটারে সাধারণত প্রধান (Primary) এবং সহায়ক (Secondary) স্মৃতি ইউনিট বিদ্যমান।
-
প্রধান বা প্রাইমারি মেমোরি:
-
প্রোগ্রাম, নির্দেশনা এবং নির্বাহের সময় অস্থায়ী ফলাফল সংরক্ষণে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: RAM
-
-
সহায়ক মেমোরি:
-
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: SSD, Floppy Disk, USB Drive
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম
0
Updated: 2 months ago