২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
A
নার্গিস মোহাম্মদি
B
ফ্রেদেরিক পার্সি
C
জন হিউম
D
লিউ জিয়াওবো
উত্তরের বিবরণ
২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। তিনি দীর্ঘদিন ধরে ইরানে নারীর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও নির্যাতনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
• নার্গিস মোহাম্মাদি ইরানের কারাগার ব্যবস্থায় বন্দীদের প্রতি নির্যাতন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে বৈষম্যের বিষয়ে সোচ্চার ছিলেন।
• তিনি Human Rights Defenders Center–এর সাথে যুক্ত ছিলেন, যা ইরানে মানবাধিকার রক্ষায় কাজ করে।
• রাষ্ট্রের কঠোর নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাকে বহুবার কারাবন্দী হতে হয়েছে, তবুও তিনি তার দাবি থেকে সরে যাননি।
• নোবেল কমিটি তার কাজকে “নারীর স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের সাহসী সংগ্রামের প্রতীক” হিসেবে বর্ণনা করে।
0
Updated: 9 hours ago
Which of the following institutions received the Nobel Peace Prize in 2024?
Created: 1 month ago
A
International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
B
Nihon Hidankyo
C
Intergovernmental Panel on Climate Change (IPCC)
D
The World Food Programme
২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী হন জাপানি সংস্থা নিহন হিদানকিও (Nihon Hidankyo), যা হিবাকুশা নামেও পরিচিত। সংস্থাটি পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার হওয়া উচিত নয় তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য পুরস্কৃত হয়।
-
নিহন হিদানকিও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছে এবং হিবাকুশাদের সাক্ষ্য সংগ্রহ ও বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
-
হিদানকিওকে নোবেল পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রদানের জন্য।
-
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের সময় নির্ভীক সাংবাদিকতা প্রদানের জন্য ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন চারজন ফিলিস্তিনি সাংবাদিক।
-
এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা, এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
-
৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় চলমান হত্যা ও ধ্বংসযজ্ঞের সময় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
-
এই সাংবাদিকরা গাজায় ঘটে যাওয়া হত্যাযজ্ঞের খবর বিশ্বের কাছে তুলে ধরেছেন।
২০২৪ সালের অন্যান্য নোবেল বিজয়ীরা:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন
0
Updated: 1 month ago
২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
Created: 1 day ago
A
জ্যঁ তিহল
B
মালালা ইউসুফজাই
C
ড. ইউনূস
D
বারাক ওবামা
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় দুইজন মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীকে। তারা শিশুদের শিক্ষা, অধিকার এবং শোষণবিরোধী আন্দোলনে অবদান রাখায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান।
• মালালা পাকিস্তানের মেয়েদের শিক্ষা অধিকার আন্দোলনের পরিচিত মুখ এবং মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়ে ইতিহাসে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী হন।
• তিনি তালেবান হামলার শিকার হলেও শিক্ষা আন্দোলন থামাননি, যা তার দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় বহন করে।
• অপরদিকে কৈলাস সত্যার্থী দীর্ঘদিন শিশু শ্রম, পাচার এবং অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন।
• তাঁর নেতৃত্বে বহু শিশু অবৈধ শ্রম ও নির্যাতন থেকে মুক্তি পেয়েছে এবং শিক্ষা সুযোগ পেয়েছে।
0
Updated: 1 day ago
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Created: 6 months ago
A
নার্গিস মোহাম্মাদী
B
শিরিন এবাদী
C
নাগিব মাহফুজ
D
প্রফেসর আবদুস সালাম
ইরানে নারীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ের জন্য নার্গিস মোহাম্মাদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।" উল্লেখ্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য ২০২৪ সালে জাপানি সংগঠন নিহন হিদানকিও [Nihon Hidankyo] শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে।
0
Updated: 6 months ago