2019-20 সালের বাজেট অনুযায়ী, ব্যক্তি কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা?
A
100,000
B
150,000
C
200,000
D
250,000
উত্তরের বিবরণ
২০১৯-২০ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি কর প্রয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আয় করমুক্ত থাকে। এটি মূলত সাধারণ মানুষকে করের বোঝা থেকে রক্ষা করার জন্য নির্ধারিত হয়।
• করমুক্ত আয় হলো সেই পরিমাণ আয়, যা উপর কোনো ব্যক্তিগত আয়কর আরোপিত হয় না।
• ২০১৯-২০ অর্থবছরের জন্য এই সীমা ২৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
• অর্থাৎ, যদি কোনো ব্যক্তির বা করদাতার বার্ষিক মোট আয় ২৫০,০০০ টাকার কম হয়, তবে তাকে আয়কর দিতে হবে না।
• এই করমুক্ত সীমা আয় অনুযায়ী কর নির্ধারণের ক্ষেত্রে মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
• করমুক্ত আয়ের এই ব্যবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক।
তাই ২০১৯-২০ সালের জন্য ২৫০,০০০ টাকা একমাত্র করমুক্ত আয় হিসেবে গণ্য হয়।
0
Updated: 10 hours ago